পূর্ব নৌসেনা কমান্ড Eastern Naval Command | |
---|---|
দেশ | India |
সদর দপ্তর | বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ |
কমান্ডার | |
Flag Officer Commanding in Chief | ভাইস এডমিরাল হরিশ বিশট |
FOC Eastern Fleet | রিয়ার - অ্যাডমিরাল বি দাসগুপ্ত, YSM, VSM[১] |
পূর্ব নৌসেনা কমান্ড হল ভারতীয় নৌবাহিনীর তিনটি কমান্ডের মধ্যে একটি।[২] এর সদর দপ্তর বিশাখাপত্তনমে। এখান থেকে এই নৌ কমান্ডটি পরিচালনা করা হয়। বিশাখাপত্তনাম ও কলকাতায় পূর্ব নৌসেনা কমান্ডের গুরুত্বপূর্ণ ঘাঁটি বা বেস রয়েছে।এই কমান্ড ভারতের পূর্ব উপকূলভাগের দায়িত্বে রয়েছে।
পূর্ব নৌসেনা কমান্ড হল ভারতীয় নৌবাহিনীর প্রথম ও বৃহত্তম নৌ কমান্ড।এই কমান্ডের প্রশাসনিক এলাকা বিশাল।এই কমান্ডের আওতায় রয়েছে ভারতের পূর্ব উপকূলের রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু ।এছাড়া রয়েছে কেন্দ্রসাশিত অঞ্চল পুদুচেরি ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।এই বিরাট এলাকায় পরিসেবা প্রদানের জন্য রয়েছে পূর্ব নৌসেনা কমান্ডের বহু নৌ ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি।অনেকগুলি নতুন নৌ ঘাঁটি নির্মানের কথা চলে যেমন পশ্চিমবঙ্গ এর সাগর দ্বীপ এর ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মানের কথা চলছে।আবার পারাদ্বীপ ও বিশাখাপত্তনমের কাছে নতুন নৌ ঘাঁটি নির্মানের কাজ চলছে।এই এলাকার নিরাপত্তা জোরদার করার লক্ষে প্রতি বছর নতুন নতুন যুদ্ধ জাহাজ ও ডুবোজাহাজ পূর্ব নৌসেনা কমান্ডে যুক্ত হচ্ছে।
এই কমান্ডের সংগঠন গুলি:[৩]
পদ | বর্তমান আধীকারিক | সূত্র |
---|---|---|
পতাকি আধিকারিক কমান্ডিং প্রধান | ভাইস এডমিরাল হরিশ বিশট, এভিএসএম | |
ফ্লাগ ওফিসার কমান্ডিং ইন ইস্টর্নার ফ্লেট | Rear Admiral বি দাশগুপ্ত, ওয়াইএসএম, ভিএসএম | |
এডমিরাল সুপারেন্টেড ডকইয়ার্ড (এএসডি) - বিশাখাপত্তনম | Rear Admiral নারায়ণ প্রসাদ, এনএম | [৪] |
কমান্ডোর কমান্ডিং সাবমেরিনেস (সিওএমসিওএস) - পূর্ব | ||
পরিদর্শক নৌ আধিকারিক (NOIC) - অন্ধ্রাপ্রদেশ | কমান্ড এ কে ভূপান্না | [৫] |
পরিদর্শক নৌ আধিকারিক (NOIC) - তামিলনাড়ু | কমান্ড অলোক ভাটনগর | [৬] |
পরিদর্শক নৌ আধিকারিক (NOIC) - ওড়িশা | ||
পরিদর্শক নৌ আধিকারীক (NOIC) - পশ্চিমবঙ্গ | কমান্ড সুপ্রভ কে ডে | [৭] |
পূর্ব নৌসেনা কমান্ডের অনেকগুলি ঘাঁটি রয়েছে ভারতের পূর্ব উপকূলিও রাজ্য গুলিতে।প্রধান ঘাঁটি গুলি রয়েছে পশ্চিমবঙ্গএর কলকাতা, অন্ধ্রপ্রদেশ এর বিশাখাপত্তনম তামিলনাড়ুর চেন্নাই প্রভৃতি স্থানে ।ওড়িশার পারাদ্বীপে একটি নতুন ঘাঁটি নির্মানের কাজ চলছে।[৮][৯]
বেস বা ঘাঁটি | শহর | রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | পরিসেবা |
---|---|---|---|
INS Circars | বিশাখাপত্তনম | Andhra Pradesh | লজিস্টিক এবং প্রশাসনিক ঘাঁটি |
আইএনএস ডেগা | নৌ বিমানবন্দর | ||
আঅএনএস বীরবাহু | ডুবোজাহাজ ঘাঁটি | ||
INHS Kalyani | Naval Hospital | ||
INS Kalinga | Naval Missile Depot | ||
INS Eksila | Marine gas turbine maintenance | ||
INS Karna[১০] | MARCOS base | ||
INS Varsha (Under Construction) | Future submarine base for the ENC | ||
INS Adyar | Chennai | Tamil Nadu | Logistics and Maintenance support |
INS Parundu | Uchipuli | Naval Air Station | |
INS Kattabomman | Tirunelveli | Submarine VLF facility | |
আইএনএস তুতিকরিন | Tuticorin | Logistics support | |
আইএনএস নেতাজি সুভাষ | কলকাতা | পশ্চিমবঙ্গ | লজিস্টিক এবং প্রশাসনিক ঘাঁটি |
INS Paradip (Under Construction)[১১] | Paradip | Orissa | Forward Operating Base |
আইএনএস ভূবনেশ্বর (Under Construction) | Bhubaneswar | Naval Air Enclave |