পোখরান-২ অপারেশন শক্তি | |
---|---|
তথ্য | |
রাষ্ট্র | ভারত |
পরীক্ষার স্থান | পোখরান, রাজস্থান |
Period | ১১-১৩ই মে, ১৯৯৮[২] |
Number of tests | ৫ |
পরীক্ষার ধরন | ভূগর্ভস্থ পরীক্ষা |
ডিভাইসের ধরন | ফিউশন |
সর্বোচ্চ শক্তি | ৫৮ কিলোটন; ২০০ কিলোটন ডিভাইসের পরীক্ষিত আকার[১] |
পরীক্ষার কালানুক্রম | |
পোখরান-২ বলতে ভারতের পোখরানে ১৯৯৮ সালের ১১ মে তিনটি ও ১৩ মে দুইটিসহ মোট পাঁচটি পারমাণবিক পরীক্ষার বিস্ফোরণকে বোঝায়। এই পরীক্ষা করা হয়েছিল যখন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র সরকার ছিল ও প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী ছিলেন। এর আগে মে ১৮, ১৯৭৪ সালে পোখরানে ভারতের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিস্ফোরণকে স্মাইলিং বুদ্ধ নামে অভিহিত করা হয়। সেই পারমাণবিক পরীক্ষাটি ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যবৃন্দের বাইরে একটি জাতির দ্বারা এবং কোন বিদেশী সাহায্য এবং সহায়তা ছাড়া প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা।[৩]
<ref>
ট্যাগ বৈধ নয়; :0
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)