পোগো | |
---|---|
উদ্বোধন | ১ জানুয়ারি ২০০৪ |
মালিকানা | ওয়ার্নার ব্রস. ডিসকভারি[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি তামিল তেলুগু |
প্রচারের স্থান | ভারত |
প্রধান কার্যালয় | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | কার্টুন নেটওয়ার্ক ডব্লিউবি এইচবিও সিএনএন |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পোগো হলো ওয়ার্নার ব্রস. ডিসকভারি মালিকানাধীন একটি ভারতীয় স্যাটেলাইট এবং উপগ্রহ টেলিভিশন চ্যানেল। এটি ওয়ার্নারমিডিয়ার একটি ইউনিট যা প্রাথমিকভাবে অ্যানিমেটেড এবং কিছু সরাসরি অনুষ্ঠান প্রচার করেছিল। এটির প্রধান কার্যালয় ভারতের মহারাষ্ট্রে মুম্বইয়ে অবস্থিত।
থাইল্যান্ডে পোগো পারিবারিক চ্যানেল ১৩-এ দুই ঘণ্টা পারিবারিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ হিসেবে উপলব্ধ ছিল।[২] এটি কার্টুন নেটওয়ার্কের সাথে একই মালিকানার অধীনস্থ চ্যানেল। পোগোর লক্ষ্য ভারতের দশটি শহর জুড়ে ১ মিলিয়ন শিশুদের বিনোদন দেওয়া।[৩]