প্যাট্রিক ব্ল্যাকেট | |
---|---|
জন্ম | নভেম্বর ১৮ ১৮৯৭ |
মৃত্যু | ১৩ জুলাই ১৯৭৪ | (বয়স ৭৬)
জাতীয়তা | যুক্তরাজ্য |
মাতৃশিক্ষায়তন | অসবোর্ন নেভাল কলেজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | মেঘ চেম্বারs মহাজাগতিক রশ্মি প্যালিওচুম্বকত্ব |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৪৮ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় লন্ডন বিশ্ববিদ্যালয় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল কলেজ লন্ডন |
ডক্টরাল উপদেষ্টা | আর্নেস্ট রাদারফোর্ড |
ডক্টরেট শিক্ষার্থী | এডওয়ার্ড বুলার্ড |
প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, ব্যারন ব্ল্যাকেট, ওএম, সিএইচ, এফআরএস একজন বিখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী। তিনি মূলত পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞ ছিলেন। ১৯৪৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[৩] তিনি ক্লাউড চেম্বার আবিষ্কারের জন্য বিখ্যাত।
সম্মানজনক পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী হাওয়ার্ড ফ্লোরে |
রয়েল সোসাইটির সভাপতি ১৯৬৫–১৯৭০ |
উত্তরসূরী অ্যালান হজকিন |