প্রজ্ঞা জয়সওয়াল | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | সিম্বায়োসিস ল' স্কুল, পুনে |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১৪ - বর্তমান |
আদি নিবাস | জব্বলপুর, মধ্যপ্রদেশ, ভারত |
প্রজ্ঞা জয়সওয়াল (জন্ম: ১২ জানুয়ারি ১৯৯১) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল।[১] তিনি মূলত তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।[২]
জয়সওয়াল ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি পুনের সিম্বায়োসিস ল' স্কুল থেকে অধ্যয়ন সম্পন্ন করেছিলেন।[৩]
সিম্বায়োসিস বিশ্ববিদ্যালয়ে তার আরভমাণ দিনগুলিতে তিনি বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং একজন সফল মডেল হতে সক্ষম হয়েছিলেন। ২০১৪ সালের ২২ জানুয়ারি তিনি শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে কৃতিত্বের জন্য সিম্বায়োসিস সংস্কৃত পুরস্কার অর্জন করেছিলেন।[৪]
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলি বোঝায় |
বছর | শিরোনাম | ভূমিকা(গুলি) | ভাষা(গুলি) | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৪ | বিরাট্টু / দেগা | মাভি | তামিল তেলুগু |
দ্বিভাষিক, তেলুগু ও তামিল চলচ্চিত্রে অভিষেক |
|
টিটু এমবিএ | গুলশান | হিন্দি | হিন্দি চলচ্চিত্রে অভিষেক | [৫] | |
২০১৫ | মিরচি লান্তি কুরাদু | বসুন্ধরা | তেলুগু | ||
কঞ্চে | সীতা দেবী | [৬] | |||
২০১৭ | ওম নমো ভেঙ্কটেশায়া | ভবানী | [৭] | ||
গান্টুরডু | অমৃতা | ||||
নক্ষত্রম | কিরণ রেড্ডি আইপিএস | [৮][৯] | |||
জয়া জানাকি নায়াকা | ফাল্গুনী | [১০] | |||
২০১৮ | আচারি আমেরিকা যাত্রা | রেনুকা | [১১] | ||
২০২১ | আখান্ডা | সরণ্যা বাচুপল্লী আইএএস | [১২] | ||
২০২২ | সন অব ইন্ডিয়া | ইরাবতী |
বছর | চলচ্চিত্র | পুরস্কার | বিভাগ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৬ | কঞ্চে | ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ | শ্রেষ্ঠ নারী অভিষেক | বিজয়ী | [১৩] |
দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নারী অভিষেক | বিজয়ী | [১৪] | ||
সিনেমা পুরস্কার | শ্রেষ্ঠ নারী অভিষেক | বিজয়ী | [১৫] | ||
১৮তম উগাদি পুরস্করালু পুরস্কার | শ্রেষ্ঠ নারী অভিষেক | বিজয়ী | |||
জি তেলুগু অপ্সরা পুরস্কার | বর্ষসেরা সন্ধান | বিজয়ী | [১৬] | ||
টিএসআর - টিভি৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | সেরা নবাগতা অভিনেত্রী | বিজয়ী | [১৭] | ||
২০১৯ | জয়া জানাকি নায়াকা | টিএসআর - টিভি৯ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | বিশেষ প্রশংসা পুরস্কার | বিজয়ী |