প্রণয়চাতুর্য, খেলাচ্ছলে প্রেমের ভান বা প্রেম প্রেম দুষ্টুমি হল এক ব্যক্তির প্রতি অপর কোন ব্যক্তি কর্তৃক প্রদর্শিত অথবা দুজন ব্যক্তির মাঝে পারস্পরিকভাবে সঙ্ঘটিত একটি মানব আচরণ, যাতে কোন ব্যক্তির প্রতি যৌন ও প্রেমময় আগ্রহ প্রদর্শন করা হয়। আলাপ, দৈহিক ভাষা (যেমন চোখের ইশারা), অথবা সীমিত শারীরিক সংস্পর্শ এর অন্তর্গত।[১][২][৩][৪] একে ইংরেজিতে ফ্লার্টিং (ইংরেজি: Flirting বা coquetry) বলে। বিভিন্ন সংস্কৃতিতে স্বীকৃত প্রণয়চাতুর্যের মাত্রার বিভিন্নতা দেখা যায়।[৫] অধিকাংশ সংস্কৃতিতেই, প্রকাশ্যভাবে যৌন সুবিধার সুযোগ গ্রহণ করা সামাজিকভাবে অস্বীকৃত, কিন্তু পরোক্ষ বা ইঙ্গিতসূচক সুবিধা গ্রহণকে (যেমন প্রণয়চাতুর্য) প্রায়শই গ্রহণযোগ্যরূপে বিবেচনা করা হয়।[২] অন্যদিকে, কিছু লোক শুধুমাত্র নিছক আনন্দ নেবার জন্যই খেলাচ্ছলে প্রণয়চাতুর্যের প্রয়োগ করে থাকেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |