প্রতাপগড় জেলা, উত্তরপ্রদেশ

প্রতাপগড় জেলা
উত্তরপ্রদেশের জেলা
উত্তর প্রদেশে প্রতাপগড় জেলার অবস্থান
উত্তর প্রদেশে প্রতাপগড় জেলার অবস্থান
দেশ ভারত
রাজ্যউত্তরপ্রদেশ
বিভাগএলাহাবাদ
সদর দপ্তরপ্রতাপগড়
তহশিলপ্রতাপগড় সদর, রানীগঞ্জ, কুন্দা, লালগঞ্জ, পত্তি
সরকার
 • লোকসভা কেন্দ্রপ্রতাপগড়
 • বিধানসভা কেন্দ্র১. বাবাগঞ্জ ২. কুন্দা ৩. পত্তি ৪. প্রতাপগড় ৫. রামপুর খাস ৬. রানীগঞ্জ ৭. বিশ্বনাথগঞ্জ
আয়তন
 • মোট৩,৭১৭ বর্গকিমি (১,৪৩৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩১,৭৩,৭৫২
 • জনঘনত্ব৮৫০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
জনমিতি
 • সাক্ষরতা৭৩.১%
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
প্রধান সড়কNH-96, NH-236
ওয়েবসাইটhttp://pratapgarh.nic.in/

প্রতাপগড় জেলা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অন্যতম একটি জেলা এবং প্রতাপগড় শহরে জেলা সদর দপ্তর অবস্থিত। প্রতাপগড় জেলাটি এলাহাবাদ বিভাগের অন্তর্গত।

অর্থনীতি

[সম্পাদনা]

২০০৬ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় প্রতাপগড় জেলাকে ভারতের ৬৪০টি জেলার মধ্যে ২৫০তম অনুন্নত জেলা হিসেবে শনাক্ত করেছিল। ২০০৯ সালে অনুন্নত অঞ্চলে অনুদান তহবিল কর্মসূচির (বিআরজিএফ) তহবিল প্রাপ্ত উত্তর প্রদেশের ৩৪ টি জেলার মধ্যে প্রতাপগড় জেলা অন্তর্ভুক্ত ছিল।[]

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]
ধর্মবিশ্বাস অনুযায়ী প্রতাপগড় জেলার জনসংখ্যা[]
ধর্ম অনুপাত
হিন্দু
  
৮৫.১১%
মুসলমান
  
১৪.১০%
অন্যান্য
  
০.৭৯%

ভারতের জনগণনা ২০১১ অনুসারে প্রতাপগড় জেলার মোট জনসংখ্যা ৩,১৭৩,৭৫২ জন,[] যা মঙ্গোলিয়া জাতির মোট জনসংখ্যার সমান[] বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের মোট জনসংখ্যার সমান।[] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ১০৯তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮৫৪ জন বা প্রতি বর্গ মাইলে ২,২১০ জন লোক বসবাস করে। ২০০১ থেকে ২০১১ এর দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৬.২%। প্রতাপগড় জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৯৯৪ জন মহিলা রয়েছে এবং সাক্ষরতার হার ৭৩.১%। ভারতের ২০১১ সালের জনগণনার সময়ে প্রতাপগড় জেলার জনসংখ্যার ৯.8.৮২% হিন্দি ভাষা এবং ৩.১৪% উর্দু ভাষাকে তাদের প্রথম বলে উল্লেখ্য করেছিল।[]

ঐতিহাসিক জনসংখ্যা
বছরজন.±%
১৯০১৯,০৮,১০৫—    
১৯১১৮,৯৫,২৭৯−১.৪%
১৯২১৮,৫০,৭৫২−৫%
১৯৩১৯,০১,৬১৮+৬%
১৯৪১১০,৩৬,৪৯৬+১৫%
১৯৫১১১,০৬,৮০৫+৬.৮%
১৯৬১১২,৫২,১৯৬+১৩.১%
১৯৭১১৪,২২,৭০৭+১৩.৬%
১৯৮১১৮,০১,০৪৯+২৬.৬%
১৯৯১২২,১০,৭০০+২২.৭%
২০০১২৭,৩১,১৭৪+২৩.৫%
২০১১৩২,০৯,১৪১+১৭.৫%

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]
  • হাকিম মুহাম্মদ আখতার, দেওবন্দি সুফি (জ. ১৯২৮)
  • মুনীশ্বর দত্ত উপাধ্যায় - মুক্তিযোদ্ধা; প্রাক্তন গণপরিষদের সদস্য এবং দু'বার প্রতাপগড় থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
  • স্বামী করপাত্রী মহারাজ - আধ্যাত্মিক নেতা এবং রামরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা।
  • বজরঙ্গ বাহাদুর সিংহ - ভারতের হিমাচল প্রদেশের প্রথম রাজ্যপাল।
  • জগদগুরু কৃপালু মহারাজ (১৯২২ - ২০১৩) - হিন্দু আধ্যাত্মিক নেতা এবং সাধু
  • দীনেশ সিং (১৯২৫ - ১৯৯৫) - রাজনীতিবিদ; বিদেশ মন্ত্রকের উপমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য।
  • বাবু গুলাব সিং (মৃত্য: ১৮৫৭) - ভারতীয় মুক্তিযোদ্ধা, ১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং আত্মত্যাগ করেছিলেন।
  • হরিবংশ রাই বচ্চন (১৯০৭ - ২০০৩) - কবিএলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক; বলিউড তারকা অমিতাভ বচ্চন বাবা।
  • রঘুরাজ প্রতাপ সিংহ (জন্ম: ১৯৬৯) - রাজনীতিবিদ; বিধানসভার স্বতন্ত্র সদস্য এবং এমএলএ।
  • অনুপম শ্যাম ওঝা (জন্ম: ১৯৫৭) - চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা
  • বাবুলাল গৌর (জন্ম: ১৯৩০) - রাজনীতিবিদ; মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
  • শ্বেতা তিওয়ারি (জন্ম: ১৯৮০) - বলিউড এবং ভোজপুরি চলচ্চিত্র অভিনেত্রী এবং রিয়ালিটি শো বিগ বসের চতুর্থ মৌসমের বিজয়ী।
  • রাজকুমারী রত্না সিংহ (জন্ম: ১৯৫৯) - রাজনীতিবিদ; সংসদ সদস্য।
  • প্রমোদ তিওয়ারি (জন্ম ১৯৫৬) - রাজনীতিবিদ; প্রাক্তন এমএলএ এবং উত্তর প্রদেশের রাজ্য সভ্য প্রতাপগড়ের বর্তমান সংসদ সদস্য।
  • লাল প্রতাপ সিং (১৯৩১ - ২০১১) - রাজনীতিবিদ এবং প্রতাপগড় সদর থেকে দু'বারের এমএলএ (১৯৮০-১৯৯৯)।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১ 
  2. http://www.census2011.co.in/data/religion/district/544-pratapgarh.html
  3. "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০ 
  4. US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১Mongolia 3,133,318 July 2011 est. 
  5. "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ২০১১-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০Iowa 3,046,355 
  6. 2011 Census of India, Population By Mother Tongue

বহিঃসংযোগ

[সম্পাদনা]