প্রবোধ পণ্ডা

প্রবোধ পন্ডা
লোকসভার সাংসদ
কাজের মেয়াদ
২০০১ – ২০১৪
পূর্বসূরীইন্দ্রজিৎ গুপ্ত
উত্তরসূরীসন্ধ্যা রায়
নির্বাচনী এলাকামেদিনীপুর লোকসভা কেন্দ্র
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪৬-০২-০৭)৭ ফেব্রুয়ারি ১৯৪৬
মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
মৃত্যু২৭ ফেব্রুয়ারি ২০১৮(2018-02-27) (বয়স ৭২)
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি
দাম্পত্য সঙ্গীমাধুরী পন্ডা
সন্তান১ পুত্র
বাসস্থানমেদিনীপুর

প্রবোধ পন্ডা একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, তিনি সিপিআই দলের অন্যতম নেতা ছিলেন। তিনি ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মেদিনীপুর লোকসভা কেন্দ্রএর সাংসদ ছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

প্রবোধ পন্ডা একটি উৎকল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দাঁতন ভাতার কলেজ কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেদিনীপুর কেন্দ্রের সাংসদ থাকার পর তিনি সিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হন। কলকাতায় নিজের অফিসে কর্মরত অবস্থায় হৃদযন্ত্র বিকল হয়ে প্রবোধ পন্ডা মারা যান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "CPI leader Prabodh Panda passes away"The New Indian Express। ২৭ ফেব্রুয়ারি ২০১৮। 
  2. "West Bengal CPI Secretary Prabodh Panda passes away"Business Standard। ২৭ ফেব্রুয়ারি ২০১৮।