প্রসন্ন | |
---|---|
জন্ম | প্রসন্ন ভেঙ্কাটেশ ২৮ আগস্ট ১৯৮২ তিরুচিরাপ্পাল্লি, তামিলনাড়ু, ভারত |
পেশা | চলচ্চিত্র অভিনেতা |
কার্যকাল | ২০০২-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | স্নেহা (বি. ২০১২) |
প্রসন্ন হচ্ছেন ভারতের একজন তামিল চলচ্চিত্র অভিনেতা; শুধু তামিল চলচ্চিত্রেই অভিনয় করেন এই ব্যক্তি। মণি রত্নমের হাত ধরে প্রসন্নের চলচ্চিত্রে অভিষেক হয় ২০০২ সালে, ফাইভ স্টার চলচ্চিত্রটির মাধ্যমে। তামিল চলচ্চিত্র জগতে তেমন একটা সফলতা দেখাতে পারেননি প্রসন্ন এবং ব্যক্তিগত জীবনে স্নেহা (অভিনেত্রী) তার স্ত্রী যাকে প্রেম করে ২০১২ সালে বিয়ে করেছিলেন।[১][২][৩]