ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | প্রিন্স মাসভরে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | বুলাওয়াও, জিম্বাবুয়ে | ৭ অক্টোবর ১৯৮৮|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | বামহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৯৮) | ২৮ জুলাই ২০১৬ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২২ ফেব্রুয়ারি ২০২০ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৩৭) | ১৮ জুলাই ২০১৮ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২২ জুলাই ২০১৮ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২২ ফেব্রুয়ারি, ২০২০ |
প্রিন্স মাসভরে (ইংরেজি: Prince Masvaure; জন্ম: ৭ অক্টোবর, ১৯৮৮) বুলাওয়াও এলাকায় জন্মগ্রহণকারী জিম্বাবুয়ীয় আন্তর্জাতিক ক্রিকেটার।[১] জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কাল জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ঈগলস, মিড ওয়েস্ট রাইনোজ, মাজভেজে টাইগার্স, নর্দান্স, সাউদার্ন রক্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। এছাড়াও, বামহাতে ফাস্ট মিডিয়াম বোলিংয়ে পারদর্শী তিনি।
২০০৭ সাল থেকে প্রিন্স মাসভরের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। বামহাতি ব্যাটসম্যান প্রিন্স মাসভরে ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন।
২০০৬-০৭ মৌসুমের লোগান কাপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে। নর্দান্সের সদস্যরূপে কেনিয়া নির্বাচিত একাদশের বিপক্ষে ৫০ রানে অপরাজিত ছিলেন ও দুই উইকেট লাভ করেন। এছাড়াও, জিম্বাবুয়ে এ দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
২০১৭-১৮ মৌসুমের প্রো৫০ চ্যাম্পিয়নশীপে মিড ওয়েস্ট রাইনোজ দলের পক্ষে খেলেন। আট খেলায় অংশ নিয়ে ২৭১ রান তুলে শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হন তিনি।[২]
সমগ্র খেলোয়াড়ী জীবনে পাঁচটিমাত্র টেস্ট ও দুইটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন প্রিন্স মাসভরে। ২৮ জুলাই, ২০১৬ তারিখে বুলাওয়েতে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২২ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে ঢাকায় স্বাগতিক বাংলাদেশ দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
২০১৬ সালে নিউজিল্যান্ড দল জিম্বাবুয়ে গমনে আসে। সফরকারী দলের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয়ার লক্ষ্যে তাকে জিম্বাবুয়ে দলের সদস্য করা হয়।[৩] ২৮ জুলাই, ২০১৬ তারিখে বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার।[৪]
জুন, ২০১৮ সালে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য ত্রি-দেশীয় সিরিজকে সামনে রেখে বোর্ড একাদশ দলের সদস্যরূপে খেলার জন্যে মনোনীত হন।[৫] একই মাসের শেষদিকে ২২-সদস্যবিশিষ্ট টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।[৬] ১৮ জুলাই, ২০১৮ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওডিআইয়ের তার অভিষেক ঘটে।[৭]