![]() | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয় দল | ভারত |
জন্ম | ১০ মার্চ ১৯৯৬ |
ক্রীড়া | |
বিভাগ | 20 kilometres race walk |
সাফল্য ও খেতাব | |
জাতীয় ফাইনাল | 2017, 2021 |
প্রিয়াঙ্কা গোস্বামী (জন্মঃ ১০ই মার্চ ১৯৯৬) একজন ভারতীয় অ্যাথলিট যিনি ২০ কিলোমিটার রেস ওয়াক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।[১][২]
অ্যাথলেটিক্সে যাওয়ার আগে গোস্বামী আগে স্কুলে জিমন্যাস্টিকস অনুশীলন করতেন। কিন্তু দৌড় প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের জন্য পুরস্কারের ব্যাগ উপলব্ধ থাকায় তিনি দৌড়ের প্রতি আকৃষ্ট হন।[৩]
২০২১ ফেব্রুয়ারিতে, তিনি ২০ কিলোমিটার দৌড়ে ওপেন ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, ১: ২৮.৪৫ এর নতুন ভারতীয় রেকর্ড সহ এবং ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন।[২][৪] তিনি এর আগে ২০১৭ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।[১]