প্রীতম সিং | |
---|---|
ਪ੍ਰੀਤਮ ਸਿੰਘ · پریتم سنگھ | |
আইনসভার সদস্য ইউনোস বিভাগে, আলজুনিড জিআরসি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৭ মে, ২০১১ | |
পূর্বসূরী | জয়নুল আবেদিন বিন মোহাম্মদ রাশেদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সিঙ্গাপুর | ২ আগস্ট ১৯৭৬
জাতীয়তা | সিঙ্গাপুরীয় |
রাজনৈতিক দল | ওয়ার্কার'স পার্টি অব সিঙ্গাপুর |
সন্তান | মাহি কৌর |
প্রাক্তন শিক্ষার্থী | ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, কিংস কলেজ লন্ডন, সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি |
পেশা | আইনজীবী |
ধর্ম | শিখ |
প্রীতম খায়রা সিং (গুরুমুখী: ਪ੍ਰੀਤਮ ਸਿੰਘ; উর্দু: پریتم سنگھ, জন্মঃ ২ আগস্ট, ১৯৭৬), জে.ডি., একজন সিঙ্গাপুরীয় রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি বিরোধীদলীয় আইনসভার সদস্য এবং ওয়ার্কারস পার্টির সভাপতি। তিনি ৭ মে, ২০১১ থেকে আলজুনিড গ্রুপ প্রতিনিধি নির্বাচকমণ্ডলী অনুযায়ী আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
২০০৭ সালে সিং ওপিনিয়ন এশিয়া নামক এক অনলাইন মতামত জানাবার সিন্ডিকেট চালু করেন। ওপিনিয়ন এশিয়া মূলত এশীয় বিষয়সমূহ নিয়েই আলোচনা করত। পরবর্তীতে তিনি ২০০২ সাল পর্যন্ত একজন নিয়মিত সামরিক কর্মকর্তা হিসেবে এসএএফ-এ কর্মরত ছিলেন।
২০১১ সালের সাধারণ নির্বাচনে সিং পাচ-সদস্যের ওয়ার্কারস পার্টির অংশ হিসেবে নির্বাচনে অংশ নেন যা আলজুনিড গ্রুপ প্রতিনিধি নির্বাচকমণ্ডলী (জিআরসি) এর নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ছাড়াও দলে ছিলেন দলটির সেক্রেটারি-জেনারেল লো থিয়া খিয়াং, সিলভিয়া লিম (দলের সভাপতি), চেন শো মাও এবং মুহম্মদ ফয়সাল বিন আবদুল মানাপ। তাদের বিপকশে ছিল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি), যার নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জর্জ ইয়েও ও লিম হুয়ে হুয়া, সিন্থিয়া ফুয়া এবং জয়নুল আবেদিন বিন মোহাম্মদ রাশেদ। ওয়ার্কারস পার্টি পিএপি'কে ৭২, ২৮৯ ভোট (৫৪.৭%) এবং ৫৯, ৮২৯ ভোটে (৪৫.২%) পরাজিত করে।[২] এর মাধ্যমে সিঙ্গাপুরের ইতিহাসে প্রথমবারের মত কোনো জিআরসি'তে বিরোধী দল জয়লাভ করতে সমর্থ হয়।
নির্বাচনের পর থেকে সিং আইনসভায় ইউনোসের প্রতিনিধিত্ব করে আসছেন।[৩]
ওয়ার্কারস পার্টিতে সিং বর্তমানে দলের নির্বাহী পরিষদে অর্গানাইজিং সেক্রেটারী হিসেবে আছেন।[৪]
একই সাথে সিং সিঙ্গাপুর আইনজীবী সংস্থা ডোন্যাল্ডসন এন্ড বার্কিংশ-এর মামলা ও বিরোধ নিষ্পত্তি বিভাগের সহযোগী হিসেবে কর্মরত আছেন।[৫]
উডসভিল প্রাইমারি স্কুল, বেলভেডেরে প্রাইমারি স্কুল, সেন্ট থমাস সেকেন্ডারি স্কুল এবং জুরং জুনিয়র কলেজ থেকে সিং শিক্ষালাভ করেন। এরপর তিনি এসএএফ লোকাল স্টাডি অ্যাওয়ার্ডের মাধ্যমে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে স্নাতক (সম্মান) লাভ করেন। ১৯৯৯ সালে তিনি শীর্ষ আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট রিডিং হিস্ট্রি এন্ড পলিটিক্যাল সায়েন্স হওয়ায় স্ট্রেইটস স্টিমশিপ পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তিনি চিভেনিং বৃত্তিলাভের মাধ্যমে[৬] যুক্তরাজ্যের কিং'স কলেজ লন্ডনে যুদ্ধবিদ্যা বিষয়ে ২০০৪ সালে স্নাতকোত্তর লাভ করেন।[৭] তিনি ২০০৫ সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে ইসলামিক স্টাডিজের ওপর ডিপ্লোমা করেন।[৮] ২০০১ সালে তিনি সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় থেকে জুরিস ডক্টর সমাপ্ত করেন।[৯]
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য)