বৌদ্ধধর্ম |
---|
এর ধারাবাহিক নিবন্ধের অংশ |
![]() |
প্রীতি (সংস্কৃত: प्रीति) বা পীতি বৌদ্ধ ধ্যানে ঝানার বিকাশের সাথে যুক্ত মানসিক কারণ। বুদ্ধদাস ভিক্ষুর মতে, প্রীতি হলো উষ্ণবীর্য, উত্তেজনাপূর্ণ ও শক্তিদায়ক স্বভাব, যেটি সুখের শান্ততার বিপরীতে।[১]
ধ্যানকারী যখন প্রশান্তি (সমথ) অনুভব করেন, তখন পাঁচ ধরনের শারীরিক আনন্দের মধ্যে একটি (প্রীতি) উৎপন্ন হয়। এইগুলো:
উল্লেখ্য যে শুধুমাত্র শেষ দুটিকে প্রীতি হিসেবে বিবেচনা করা হয়, বিশেষভাবে। প্রথম চারটি চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি, যা ঘানিক ঘটনা।[২]