ফজর সিপাহ্ তেহরান (ফার্সি: فجر سپاه تهران) ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী মালিকাধীন তেহরান কেন্দ্রীক একটি ইরানি ফুটবল ক্লাব। অনেক ইরানি ফুটবলার এ ক্লাবে ভর্তি হয়ে সেখানে খেলতে পছন্দ করে। তারা ১৯৯৯-২০০০ সালে ইরান ফুটবলের দ্বিতীয় বিভাগে প্রতিযোগিতা করেছে।[১] এই ক্লাবটি ফজর সেপাসি ক্লাবের সহোদর।[২]