ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইয়ান-ফিটে আর্প[১][২] | ||
জন্ম | [৩] | ৬ জানুয়ারি ২০০০||
জন্ম স্থান | বাড জেগেবার্গ, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
হলস্টাইন কিল (বায়ার্ন মিউনিখ হতে ধারে) | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০১০ | ভালস্টেট | ||
২০১০–২০১৮ | হামবুর্গার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৯ | হামবুর্গার | ৩৫ | (৩) |
২০১৮–২০১৯ | হামবুর্গার ২ | ৭ | (৩) |
২০১৯– | বায়ার্ন মিউনিখ | ০ | (০) |
২০১৯– | বায়ার্ন মিউনিখ ২ | ৪৩ | (৮) |
২০২১– | → হলস্টাইন কিল (ধার) | ১১ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৫–২০১৬ | জার্মানি অনূর্ধ্ব-১৬ | ৪ | (০) |
২০১৬–২০১৭ | জার্মানি অনূর্ধ্ব-১৭ | ১৯ | (১৮) |
২০১৮–২০২১ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ৫ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬:৩৯, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৩৯, ১৭ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়ান-ফিটে আর্প (জার্মান: Fiete Arp, জার্মান উচ্চারণ: [fi:teː ɑ:p]; জন্ম: ৬ জানুয়ারি ২০০০; ফিটে আর্প নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর ২. বুন্দেসলিগার ক্লাব হলস্টাইন কিল এবং জার্মানি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৪–০৫ মৌসুমে, জার্মান ফুটবল ক্লাব ভালস্টেটের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আর্প ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে হামবুর্গারের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে, জার্মান ক্লাব হামবুর্গারের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন;[৪] হামবুর্গারের হয়ে দুই মৌসুমে ৩৫ ম্যাচে ৩টি গোল করার পর ২০১৯–২০ মৌসুমে তিনি প্রায় ৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান করেছেন। বায়ার্ন মিউনিখে হয়ে তার প্রথম মৌসুমে তিনি হান্স-ডিটার ফ্লিকের অধীনে ২০১৯–২০ বুন্দেসলিগার শিরোপা জয়লাভ করেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি ধারে বায়ার্ন মিউনিখ হতে জার্মান ক্লাব হলস্টাইন কিলে যোগদান করেছেন।
২০১৫ সালে, আর্প জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
ইয়ান-ফিটে আর্প ২০০০ সালের ৬ই জানুয়ারি তারিখে জার্মানির বাড জেগেবার্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আর্প জার্মানি অনূর্ধ্ব-১৬, জার্মানি অনূর্ধ্ব-১৭ এবং জার্মানি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ২২শে অক্টোবর তারিখে তিনি প্রীতি ম্যাচে অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৫][৬] জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ২৮ ম্যাচে অংশগ্রহণ করে ২০টি গোল করেছেন। তিনি ২০১৬ সালের ১৩ই সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইসরায়েল অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[৭][৮]