ফিলিস্তিনি কুফিয়াহ

ফিলিস্তিনি কুফিয়াহ
কুফিয়াহ পরিহিত একজন ফিলিস্তিনি নারী
ধরনমস্তকাবরণ
উপকরণতুলা
উৎপত্তি স্থলফিলিস্তিনি
প্রস্তুতকারকআল-হিরবাউই টেক্সটাইল ফ্যাক্টরি (ফিলিস্তিন), চীন
প্রবর্তিত১৯৩৬ ( ফিলিস্তিনি বিপ্লব)

ফিলিস্তিনি কুফিয়াহ ( আরবি : كوفية فلسطينية) হল সাদা ও কালো রং মিশ্রিত একটি স্কার্ফ, যা সাধারণত গলায় বা মাথায় আগল দিয়ে পরা হয়।[] ফিলিস্তিনি কুফিয়াহ এখন একটি জাতীয় ফিলিস্তিনি প্রতীক হয়ে উঠেছে এবং এর ব্যবহার আরববিশ্বকে অতিক্রম করে সারাবিশ্বে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। এটিকে ইসরায়েলের সাথে সংঘাতে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রদর্শনের মাধ্যম হিসেবে পরিধান করা হয় এবং এটি সাধারণভাবে আন্তর্জাতিকতাবাদী বামদের কর্মীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Weir, Shelagh (১৯৮৯)। Palestinian costume। Internet Archive। London : Published for the Trustees of the British Museum by British Museum Publications। আইএসবিএন 978-0-7141-1597-9 
  2. "ফিলিস্তিনি 'কুফিয়াহ' স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১২