ফুটবল ক্লাব ফামালিকাউ

ফামালিকাউ
পূর্ণ নামফুতেবল ক্লুবে দে ফামালিকাউ
ডাকনামফামালিকেন্সেস
ভিলা নোভা
আজুইস এ ব্রাঙ্কোস
ফামা
প্রতিষ্ঠিত২১ আগস্ট ১৯৩১; ৯৩ বছর আগে (1931-08-21)[]
মাঠএস্তাদিও মুনিসিপাল ২২ দে জুনহো
ধারণক্ষমতা৫,৩০৭
মালিকইসরায়েল ইদান ওফার
সভাপতিপর্তুগাল মিগেল রিবেইরো
ম্যানেজারপর্তুগাল জোয়াও পেদ্রো সুসা
লিগপ্রিমেইরা লিগা
২০১৯–২০৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফুতেবল ক্লুবে দে ফামালিকাউ (ইংরেজি: FC Famalicão; এছাড়াও এফসি ফামালিকাউ অথবা শুধুমাত্র ফামালিকাউ নামে পরিচিত) হচ্ছে ভিলা নোভা দে ফামালিকাউ ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩১ সালের ২১শে আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[] এফসি ফামালিকাউ তাদের সকল হোম ম্যাচ ভিলা নোভা দে ফামালিকাউয়ের এস্তাদিও মুনিসিপাল ২২ দে জুনহোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,৩০৭।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জোয়াও পেদ্রো সুসা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মিগেল রিবেইরো। ব্রাজিলীয় মধ্যমাঠের খেলোয়াড় গুস্তাভো আসুন্সাও এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, এফসি ফামালিকাউ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার উভয়েই সেগুন্দা দিভিসাও শিরোপা।

অর্জন

[সম্পাদনা]
বিজয়ী (২): ১৯৭৭–৭৮, ১৯৮৭–৮৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Historial" [History]। FC Famalicão (Portuguese ভাষায়)। ২৬ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  2. "Vila Nova de Famalicão"ZeroZero (Portuguese ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  3. "Municipal 22 de Junho"ZeroZero (Portuguese ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ফুটবল ক্লাব ফামালিকাউ টেমপ্লেট:প্রিমেইরা লিগা