পূর্ণ নাম | ফুতেবল ক্লুবে দে ফামালিকাউ | |||
---|---|---|---|---|
ডাকনাম | ফামালিকেন্সেস ভিলা নোভা আজুইস এ ব্রাঙ্কোস ফামা | |||
প্রতিষ্ঠিত | ২১ আগস্ট ১৯৩১[১] | |||
মাঠ | এস্তাদিও মুনিসিপাল ২২ দে জুনহো | |||
ধারণক্ষমতা | ৫,৩০৭ | |||
মালিক | ইদান ওফার | |||
সভাপতি | মিগেল রিবেইরো | |||
ম্যানেজার | জোয়াও পেদ্রো সুসা | |||
লিগ | প্রিমেইরা লিগা | |||
২০১৯–২০ | ৬ষ্ঠ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ফুতেবল ক্লুবে দে ফামালিকাউ (ইংরেজি: FC Famalicão; এছাড়াও এফসি ফামালিকাউ অথবা শুধুমাত্র ফামালিকাউ নামে পরিচিত) হচ্ছে ভিলা নোভা দে ফামালিকাউ ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩১ সালের ২১শে আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[১] এফসি ফামালিকাউ তাদের সকল হোম ম্যাচ ভিলা নোভা দে ফামালিকাউয়ের এস্তাদিও মুনিসিপাল ২২ দে জুনহোয় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৫,৩০৭।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জোয়াও পেদ্রো সুসা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মিগেল রিবেইরো। ব্রাজিলীয় মধ্যমাঠের খেলোয়াড় গুস্তাভো আসুন্সাও এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এফসি ফামালিকাউ এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার উভয়েই সেগুন্দা দিভিসাও শিরোপা।