পূর্ণ নাম | Футбольный клуб Спартак Москва (ফুটবল ক্লাব স্পার্তাক মস্কো) | ||
---|---|---|---|
ডাকনাম | নারোদনাইয়া কোমান্দা (জনগণের দল) ক্রাসনো-বেলিয়ে (লাল-সাদা) মিয়াসো (মাংস) | ||
প্রতিষ্ঠিত | ১৮ এপ্রিল ১৯২২ | ||
মাঠ | অতক্রিতিয়ে এরিনা | ||
ধারণক্ষমতা | ৪৫,৩৬০ | ||
মালিক | ভাগিত আলেকপেরভ লেওনিদ ফেদুন[১] | ||
সাধারণ পরিচালক | তমাস জর্ন | ||
প্রধান কোচ | দোমেনিকো তেদেস্কো | ||
লিগ | রুশ প্রিমিয়ার লীগ | ||
২০১৯–২০ | ৭ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ফুটবল ক্লাব স্পার্তাক মস্কো (রুশ: Футбольный клуб «Спартак» Москва, [spɐrˈtak mɐˈskva]; এছাড়াও এফসি স্পার্তাক মস্কো অথবা শুধুমাত্র স্পার্তাক মস্কো নামে পরিচিত) হচ্ছে মস্কো ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯২২ সালের ১৮ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। স্পার্তাক মস্কো তাদের সকল হোম ম্যাচ মস্কোর অতক্রিতিয়ে এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪৫,৩৬০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দোমেনিকো তেদেস্কো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন তমাস জর্ন। রুশ মধ্যমাঠের খেলোয়াড় জর্জি ঝিকিয়া এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, স্পার্তাক মস্কো এপর্যন্ত ৩৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২২টি সোভিয়েত শীর্ষ লীগ বা রুশ প্রিমিয়ার লীগ, ১৩টি সোভিয়েত কাপ বা রুশ কাপ, ১টি রুশ সুপার কাপ, ১টি সোভিয়েত প্রথম লীগ এবং ১টি ইউএসএসআর ফেডারেশন কাপ শিরোপা রয়েছে।
টেমপ্লেট:ফুটবল ক্লাব স্পার্তাক মস্কো টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ