ফুলেকো

উ মাস্কটে “ফুলেকো”

উ মাস্কটে “ফুলেকো” (পর্তুগিজ: O mascote "Fuleco", ইংরেজি: “Fuleco” the Armadillo) হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠেয় ২০১৪ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক মাস্কট। এটি একটি স্থানীয় বিপন্ন প্রজাতির আরমাডিলো গোত্রের অন্তর্গত প্রাণী। [] ২০১২ সালের ২৫ নভেম্বর ব্রাজিলের প্রচার সংস্থা টিভি গ্লোবো-এর একটি সাপ্তাহিক অনুষ্ঠানে কার্যক্রম শুরু করে। এটি Futebol (ফুটবল) ও Ecologia (পরিবেশ) শব্দ দুটির পিন্ডারিশব্দ। ১৭ লাখের উপরে ফুটবল দর্শকের ভোটে এটি আমিজুবি ও যুযেকাকে হাড়িয়ে এর ফুলেকো রাখা হয়।

ফুলেকো বিশ্বব্যাপী তার প্রচার শুরু করেছে, এটি আন্তর্জাতিক পর্যটন মেলা ও সকল মহাদেশে বিভিন্ন ক্রীড়ামূলক, সাংস্কৃতিকমূলক ও বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছে। এটি ইতোমধ্যেই কোকাকোলা আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফির সফরে অংশ নিয়েছে। বিশ্বকাপ আয়োজন করা ব্রাজিলের সকল শহরেও এটি তার কার্যক্রম চালিয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Fifa registra tatu-bola como mascote da Copa de 2014 e fará anúncio domingo »"Esportes Futebol। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৪  line feed character in |কর্ম= at position 9 (সাহায্য)(পর্তুগিজ)

বহিঃসংযোগ

[সম্পাদনা]