ফেডারেশন কাপ (ভারত)

ফেডারেশন কাপ
ফেডারেশন কাপের প্রতীক
প্রতিষ্ঠিত১৯৭৭
বিলুপ্ত২০১৭
অঞ্চল ভারত
দলের সংখ্যাবিভিন্ন
৮ (২০১৭)
উন্নীতএএফসি কাপ
সর্বশেষ চ্যাম্পিয়নবেঙ্গালুরু (২য় শিরোপা)
সবচেয়ে সফল দলমোহনবাগান (১৪টি শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকটেন ২
নীতিবাক্যWhere pride meets passion
ওয়েবসাইটএআইএফএফ
২০২৩–২৪ ফেডারেশন কাপ (ভারত)

ফেডারেশন কাপ বা ফেড কাপ ভারতের বার্ষিক সিঙ্গেল রাউন্ড-রবিননকআউট ঘরানার ফুটবল টুর্নামেন্ট। ১৯৭৭ সালে প্রথম এই প্রতিযোগিতা হয়।[] ১৯৯৭ সালে আই-লিগ শুরু হওয়ার আগে পর্যন্ত এটিই ছিল ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক ফুটবল প্রতিযোগিতা।[] এই প্রতিযোগিতায় জয়ী দল সরাসরি এএফসি কাপে খেলার সুযোগ পেয়ে যেত। ২০১৭ এর পর থেকে এটি সুপার কাপ নামে পরিচিত। ২০১৭ সালের শেষ ফেড কাপের ফাইনালে বেঙ্গালুরু এফসি মোহনবাগানকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে।[] এই কাপের ইতিহাসে মোহনবাগান সর্বাধিক ১৪বার খেতাব জিতেছে।

স্থান

[সম্পাদনা]

ফেডারেশন কাপের প্রতিটি খেলা সাধারণত নিরপেক্ষ মাঠে খেলা হত। ২০১৫-১৬ মরসুম থেকে দুই-লেগ পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়।

ফলাফল

[সম্পাদনা]
মৌসুম বিজয়ী ফলাফল রানার্স-আপ
১৯৭৭-৭৮ আইটিআই ব্যাঙ্গালোর ১–০ মোহনবাগান
১৯৭৮-৭৯ মোহনবাগানইস্টবেঙ্গল যুগ্ম চ্যাম্পিয়ন (০–০)
১৯৭৯-৮০ বিএসএফ ২–২
৩–০
মফতলাল মিলস
১৯৮০-৮১ মোহনবাগানইস্টবেঙ্গল যুগ্ম চ্যাম্পিয়ন (১–১)
১৯৮১-৮২ মোহনবাগান ২–০ মহামেডান
১৯৮২-৮৩ ১–০ মফতলাল মিলস
১৯৮৩-৮৪ মোহামেডান ০–০
২–০
মোহনবাগান
১৯৮৪-৮৫ ১–০ ইস্টবেঙ্গল
১৯৮৫ ইস্টবেঙ্গল ১–০ মোহনবাগান
১৯৮৬-৮৭ মোহনবাগান ০–০ (অ.স.প.)
৫–৪ (পে.)
ইস্টবেঙ্গল
১৯৮৭-৮৮ ২–০ সালগাওকার
১৯৮৮-৮৯ সালগাওকার ১–০ বিএসএফ
১৯৮৯-৯০ ২–১ (অ.স.প.) মোহামেডান
১৯৯০ কেরালা পুলিশ ২–১ সালগাওকার
১৯৯১ ২–০ (অ.স.প.) মহিন্দ্র ইউনাইটেড
১৯৯২ মোহনবাগান ২–০ ইস্টবেঙ্গল
১৯৯৩ ১–০ মহিন্দ্র ইউনাইটেড
১৯৯৪ ০–০ (অ.স.প.)
৩–০ (পে.)
সালগাওকার
১৯৯৫ জেসিটি ০–০ (অ.স.প.)
৭–৬ (পে.)
ইস্টবেঙ্গল
১৯৯৫-৯৬ ১–১ (অ.স.প.)
৫–৩ (পে.)
১৯৯৬ ইস্টবেঙ্গল ২–১ ডেম্পো
১৯৯৭ সালগাওকার ইস্টবেঙ্গল
১৯৯৮ মোহনবাগান
১৯৯৯ অনুষ্ঠিত হয়নি
২০০০
২০০১ মোহনবাগান ২–১ ডেম্পো
২০০২ অনুষ্ঠিত হয়নি
২০০৩ মহিন্দ্র ইউনাইটেড ১–০ মোহামেডান
২০০৪ ডেম্পো ২-০ মোহনবাগান
২০০৫ মহিন্দ্র ইউনাইটেড ২–১ স্পোর্টিং গোয়া
২০০৬ মোহনবাগান ৩–১
২০০৭ ইস্টবেঙ্গল ২–১ মহিন্দ্র ইউনাইটেড
২০০৮ মোহনবাগান ১–০ ডেম্পো
২০০৯-১০ ইস্টবেঙ্গল ০–০
(অ.স.প.)
৩–০
(পে.)
শিলং লাজং
২০১০ ১–০ মোহনবাগান
২০১১ সালগাওকার ৩–১ ইস্টবেঙ্গল
২০১২ ইস্টবেঙ্গল ৩–২
(অ.স.প.)
ডেম্পো
২০১৩-১৪ চার্চিল ব্রাদার্স ৩–১ স্পোর্টিং গোয়া
২০১৪-১৫ বেঙ্গালুরু এফসি ২–১ ডেম্পো
২০১৫-১৬ মোহনবাগান ৫–০ আইজল এফসি
২০১৬-১৭ বেঙ্গালুরু এফসি ২–০
(অ.স.প.)
মোহনবাগান

সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

[সম্পাদনা]
১০ জানুয়ারি ২০১৫ পর্যন্ত হালনাগাদকৃত।[]
র‌্যাঙ্ক খেলোয়াড় গোল
ব্রাজিল ইয়োসে ব্যারেটো ২৭
নাইজেরিয়া চিমা ওকোরিয়ে ২৬*
ভারত বাইচুং ভুটিয়া ২৫
নাইজেরিয়া চিডি এডেহ ২৩
নাইজেরিয়া রান্টি মার্টিন্স ১৮
ভারত আই. এম. বিজয়ন ১৭
নাইজেরিয়া ওডাফা ওকোলিয়ে
  • * = ১৯৯০ ফেডারেশন কাপের পূর্ব ভারতীয় জোনাল বাছাইপর্বের ৭টি গোল ধরা হয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "All India Football Federation"web.archive.org। ২০০৮-০১-২০। Archived from the original on ২০০৮-০১-২০। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৬ 
  2. "Why AIFF's decision to scrap the Fed Cup makes sense for Indian football - Sports News, Firstpost"Firstpost। ২০১৫-০৪-২৪। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৬ 
  3. "Bengaluru v Mohun Bagan Match Report, 21/05/17, Federation Cup | Goal.com"www.goal.com। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৬ 
  4. "From the history book, roll of honour"। ১০ জানুয়ারি ২০১৫।