মাননীয় ফেরিয়াল আশরাফ | |
---|---|
গৃহ এবং সাধারণ সুযোগ-সুবিধা বিষয়ক মন্ত্রী, পূর্বাঞ্চলের শিক্ষার উন্নতি, সেচ উন্নয়ন | |
আমপাড়া আসনের শ্রীলঙ্কা সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২০০০ – ২০১০ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২০ আগস্ট ১৯৫৩ |
জাতীয়তা | শ্রীলঙ্কান |
রাজনৈতিক দল | শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি |
অন্যান্য রাজনৈতিক দল | ইউনাইটেড পিপল ফ্রিডম অ্যলিয়েন্স |
দাম্পত্য সঙ্গী | আশরাফ |
ধর্ম | ইসলাম |
ফেরিয়াল ইসমাঈল আশরাফ (জন্ম ২০ আগস্ট ১৯৫৩) একজন শ্রীলঙ্কান রাজনীতিবীদ। তিনি ছিলেন এ. ম. এইচ. এম. আশরাফের সহধর্মীনি। এ. ম. এইচ. এম. আশরাফ ছিলেন শ্রীলঙ্কা মুসলিম কংগ্রেস এবং ন্যাশনাল ইউনিটি অ্যলিয়েন্সের লিডার।[১] রাষ্ট্রপতী চন্দ্রিকা কুমারাতুঙ্গার অধীনে ফেরিয়াল আশরাফ ছিলেন গৃহ ও সাধারণ সুযোগ-সুবিধা বিষয়ক মন্ত্রী।[১] তিনি ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালিয়েন্সের আমপারা জেলার একজন প্রার্থী ছিলেন। তিনি কলম্বোয় বসবাস করেন।
২০১০ সালে, তিনি ন্যাশনাল ইন্সটিউট অব এডুকেশনের দায়িত্ব গ্রহণ করেন।[১] ২০১১ সালে সিঙ্গাপুরের শ্রীলঙ্কান হাই কমিনশার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।[২]