ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
জন্ম | ২১ ফেব্রুয়ারি ১৯৮৫ |
ক্রীড়া | |
ক্রীড়া | দৌড়বিদ |
বিভাগ | ১০০ মিটার |
ফৌজিয়া হুদা জুঁই (জন্ম ২১ ফেব্রুয়ারি, ১৯৮৫) একজন বাংলাদেশী অ্যাথলিট। ২০০০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি ১০০ মিটার প্রতিযোগিতায় অংশ নেন।[১]
১৯৯৮ সালে জুনিয়র মিটে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন ১০০ মিটার স্প্রিন্ট ও লং জাম্পে। ২০০০ সালের সাত জাতির আমন্ত্রণমূলক অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্ট জিতেন। ২০০৪ ইসলামাবাদ সাফ গেমস ও ২০০৬ কলম্বো সাফ গেমসে অংশগ্রহণ করেন।[২] বর্তমানে তিনি বিকেএসপির একমাত্র মহিলা পিএইচডি করা অ্যাথলেটিকস কোচ। যিনি আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণপদক জিতেছেন।[৩]