ফ্রান্সিস কিরওয়ান | |
---|---|
জন্ম | ২১ আগস্ট ১৯৫৯[১] |
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | |
পুরস্কার | হোয়াইটহেড পুরস্কার (১৯৮৯) সিনিয়র হোয়াইটহেড পুরস্কার (২০১৩) সাফ্রেজ সায়েন্স এডওয়ার্ড (২০১৬) সিলভেস্টার পদক (২০২১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত |
প্রতিষ্ঠানসমূহ | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | মাইকেল ফ্রান্সিস আটিয়া |
ওয়েবসাইট | www |
ফ্রান্সিস কিরওয়ান DBE এফআরএস (জন্ম:২১ আগস্ট ১৯৫৯)[২] একজন ব্রিটিশ গণিতবিদ। বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যামিতির স্যাভিলিয়ান অধ্যাপক। তাঁর অবদানের ক্ষেত্র হলো বীজগণিত এবং সিমপ্লেটিক জ্যামিতি।[৩][৪]
কিরওয়ান অক্সফোর্ড হাই স্কুলে পড়াশোনা করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লের কলেজে স্নাতক হিসেবে গণিতে অধ্যয়ন করেন। তিনি ১৯৮৪ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ ফিলোসফি ডিগ্রি নেন। যার শিরোনাম দ্য কোহোমোলজি অফ কোটিয়েন্টস ইন সিমপ্লেক্টিক অ্যান্ড অ্যালজেব্রিক জ্যামিতি। যার তত্ত্বাবধানে ছিলেন মাইকেল ফ্রান্সিস আটিয়া।[৫][৬]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |