ফ্রেন্ডস্টার

ফ্রেন্ডস্টার লোগো

ফ্রেন্ডস্টার হল একটি মালয়েশিয়া নির্ভর সামাজিক গেমিং সাইট।এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।পূণঃরায় নির্মাণ করার আগে এটির মাধ্যমে ব্যবহারকারীরা বার্তা বিনিময় করতে পারতো।

ফ্রেন্ডস্টার
ব্যবসার প্রকারসামাজিক গেমিং
উপলব্ধEnglish,Fillipino,Persian,Chinese,Japanese,Korean
প্রতিষ্ঠা2002
সদরদপ্তরকুয়ালা লামপুর, মালয়েশিয়া
প্রতিষ্ঠাতা(গণ)MOL Global
প্রধান ব্যক্তিগণেশ কুমার বাঙাহ
স্লোগানLiving the game
ওয়েবসাইটwww.friendster.com
ব্যবহারকারী8.2 millions (June,2010)
বর্তমান অবস্থাবন্ধ (সামাজিক গেমিং সাইট হিসেবে)

ইতিহাস

[সম্পাদনা]

ফ্রেন্ডস্টার একজন কানাডিয়ান কম্পিউটার প্রোগ্রামার ২০০২ সালে তৈরি করেছেন,যার নাম জনাথন আব্রামস[]

আব্রামস এর ফ্রেন্ডস্টার তৈরির ধারণা পান বন্ধুর সাথে স্যান্টা ক্লারা থাকার সময়।তারা অফলাইন ও অনলাইন সমস্যা সম্পর্কে কথা বলছিলেন। ফ্রেন্ডস্টার শব্দটি মূলত ফ্রেন্ডন্যাপস্টার শব্দ দুটির মিলন।২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়ার কিছু মাসের মধ্যেই এর ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৩লাখ।

অর্থনৈতিক ইতিহাস

[সম্পাদনা]

ফ্রেন্ডস্টার তৈরির জন্য মূলধন ছিল $১২ মিলিয়ন।[]

২০০৩ সালে গুগুল এটিকে $৩০ মিলিয়ন দিয়ে কিনে নিতে চায়।তবে তারা তা বিক্রি করে না।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. How to kill a great idea.
  2. Corporate inter face time-forbes.