বদর (পূর্ণ নাম বদর হুনায়ন) হল সৌদি আরবের আল মদিনা প্রদেশের একটি শহর। এটি মদিনা থেকে ৮০ মাইল (১৩০ কিমি) দূরে ২৩°৪৬′৪৮″ উত্তর ৩৮°৪৭′২৬″ পূর্ব / ২৩.৭৮০০০° উত্তর ৩৮.৭৯০৫৬° পূর্ব / 23.78000; 38.79056 অবস্থিত।
৬২৪ সালে মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে বদরের যুদ্ধ এখানে সংঘটিত হয়।
মুসলিম সূত্র অনুযায়ী, কুরাইশ নেতা আবু জেহেল বলেছিল:
- "আল্লাহর শপথ, বদরের আগে আমরা ফিরব না,[১] সেখানে আমরা তিন দিন কাটাবো, উট জবাই করব এবং ভোজ ও মদপান করব এবং মেয়েরা আমাদের জন্য ক্রীড়া করবে। আরবরা শুনবে যে আমরা এসেছি ও একত্রিত হয়েছি এবং ভবিষ্যতে আমাদের সম্মান করবে! তাই এগিয়ে এসো!"[২]
কুরআনে বর্ণিত ব্যক্তি ও নামসমূহ |
---|
|
---|
| | নবীদের লোক |
---|
সজ্জন |
- আদমের নিকটাত্মীয়
- ইয়া-সিনে বিশ্বাসী
- নূহের পরিবার
- লোকমানের ছেলে
- ইব্রাহিমের লোক
- ঈসার লোক
- সোলায়মানের লোক
- যায়েদ (মুহাম্মদের দত্তক পুত্র)
জোসেফের লোক | |
---|
হারুন ও মূসার লোক | |
---|
|
---|
দুর্জন | |
---|
উহ্য বা অনির্দিষ্ট | |
---|
|
| গোষ্ঠী |
---|
উল্লিখিত |
|
---|
পরোক্ষভাবে উল্লেখিত | |
---|
ধর্মীয়গোষ্ঠী | |
---|
|
|
|
|
ঘটনা, সংঘটন, উপলক্ষ বা সময় |
---|
| যুদ্ধ বা সামরিক অভিযান | |
---|
দিবস | |
---|
ইসলামি বর্ষপঞ্জিতে মাস | |
---|
তীর্থযাত্রা |
- আল-হজ্জ (আক্ষরিক অর্থে 'দ্য পিলগ্রিমেজ', বৃহত্তর তীর্থযাত্রা)
- আল-ʿওমরাহ (ক্ষুদ্রতর তীর্থযাত্রা)
|
---|
প্রার্থনা বা স্মরণের সময় | দু'আ (' আমন্ত্রণ'), সালাহ এবং জিকর ('স্মরণ' সহ তাহমিদ ('প্রশংসা করা'), তাকবির এবং তসবিহ):
- আল-আশিয় (দুপুর বা রাত)
- আল-ঘুদুউ ('সকাল')
- আল-বুকরাহ ('সকাল')
- আস-সাবাঃ ('সকাল')
- আল-লায়ল ('রাত')
- আয-যোহর ('দুপুর')
- দুলুক আশ-শামস ('সূর্যাস্ত')
- আল-মাসাআ ('সন্ধ্যা')
- কাবল আল-ঘুরূব ('সূর্য অস্ত যাওয়ার আগে')
- আল-আসীল ('বিকাল')
- আল-'আসর ('দুপুর')
- কবল তালুই আশ-শামস ('সূর্য উদয়ের আগে')
|
---|
ঊহ্য | |
---|
|
|
অন্যান্য |
---|
পবিত্র গ্রন্থ | |
---|
মানুষ বা জীববস্তু | উল্লেখিত মূর্তি (কাল্টের ছবি) | ইসরায়েলীদের | |
---|
নূহের সম্প্রদায়ের | |
---|
কুরাইশদের | |
---|
|
---|
|
---|
মহাজাগতিক সংস্থা | মাশাবি (আক্ষরিক অর্থে 'বাতি'):
|
---|
উদ্ভিদ বিষয় |
|
---|
তরল |
- মা (জল বা তরল)
- শরাব (পান করা)
|
---|
|
টিকা: নামগুলি স্ট্যান্ডার্ড ফর্ম: ইসলামিক নাম / বাইবেলের নাম (শিরোনাম বা সম্পর্ক) |