ধরন | স্নাতক ও স্নাতকোত্তর কলেজ |
---|---|
স্থাপিত | ১৯৭৩ |
সভাপতি | অরূপকুমার খাঁ |
অধ্যক্ষ | সিদ্ধার্থ গুপ্ত |
অবস্থান | নূতনচটি রোড, বাঁকুড়া , , ২৩°১৪′২৫″ উত্তর ৮৭°০৩′১২″ পূর্ব / ২৩.২৪০৩৯৫৪° উত্তর ৮৭.০৫৩৩১০১° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
অধিভুক্তি | বাঁকুড়া বিশ্ববিদ্যালয়[১] |
ওয়েবসাইট | bzsmcollege |
![]() |
বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি মহিলা মহাবিদ্যালয়। এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[২] কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত।[৩]
বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ বাঁকুড়া জেলা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের যুবতী মহিলাদের মধ্যে উচ্চ শিক্ষা ও সংস্কৃতি প্রচারের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বেসরকারি কলেজ হিসাবে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিদ্যাপীঠটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। সারদা দেবীর নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয়েছে।[৪]
মহাবিদ্যাপীঠটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্বারা স্বীকৃত। এটি জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল (এনএএসি) দ্বারা স্বীকৃত, যারা বিদ্যাপীঠটিকে এ (A) গ্রেড[৫] প্রদান করেছে।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এর অধীন বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে যে সব বিষয় পড়ানো হয় তা নিম্নরূপ [৬]: