বারবারা হার্শি (ইংরেজি: Barbara Hershey; জন্ম: বারবারা লিন হের্ৎস্টাইন, ৫ ফেব্রুয়ারি ১৯৪৮) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি একদা বারবারা সিগাল নামেও পরিচিত ছিলেন।[১] পঞ্চাশ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। হার্শি আ কিলিং ইন আ স্মল টাউন (১৯৯০)-এ অভিনয় করে সেরা অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি শাই পিপল (১৯৮৭) ও আ ওয়ার্ল্ড অ্যাপার্ট (১৯৮৮) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করেন। এছাড়া দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট (১৯৮৮) ছবিতে ম্যারি ম্যাগডেলেন ও দ্য পোর্ট্রেট অব আ লেডি (১৯৯৬) ছবিতে অভিনয় করে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন[২] এবং দ্বিতীয় ছবিটিতে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি উডি অ্যালেনের হ্যানা অ্যান্ড হার সিস্টার্স (১৯৮৬) ও ড্যারেন আরোনোফস্কির ব্ল্যাক সোয়ান (২০১০) চলচ্চিত্রে অভিনয় করে দুবার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।