ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | জাতীয় |
অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
বাহরাইন ক্রিকেট অ্যাসোসিয়েশন হল বাহরাইনের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাহরাইন ক্রিকেট অ্যাসোসিয়েশন ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যপদ লাভ করে।[১] এছাড়াও সংস্থাটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য।[২]