![]() | এই নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুবাদ করে সম্প্রসারণ করা যেতে পারে। (আগস্ট ২০১৮) অনুবাদ করার আগে গুরুত্বপূর্ণ নির্দেশাবলি পড়ার জন্য [দেখান] ক্লিক করুন।
|
বিবর্তনীয় জীববিজ্ঞান |
---|
নিম্নোক্ত বিষয়ের উপর একটি ধারাবাহিকের অংশ |
![]() |
বিবর্তনীয় জীববিজ্ঞানের একটি বিশেষ ক্ষেত্র হলো জীব প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কীভাবে বিবর্তিত হয়েছে এবং বিবর্তনের কতটা প্রায়োগিকতা আছে, তা বুঝা।[১][২] সৃজনবাদীরা অনেক সময় দাবী করেন বিবর্তনের কোনো ব্যাবহারিক প্রয়োগ নেই, যাইহোক তাদের এদাবীকে বিজ্ঞানীরা ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।[৩]
বিবর্তনের উপর কোনো গবেষণা হয় না, বরং জীবের জীববিজ্ঞান ও বাস্তুসংস্থানের উপরই গবেষণা করা হয়। উদাহরণস্বরুপ, জীবনের ইতিহাস তত্ত্বের মুল ভিত্তিই হলো বিবর্তনীয় তত্ত্ব। বিবর্তনীয় ক্রমবিকাশমান জীববিজ্ঞান ক্রমবিকাশমান প্রক্রিয়া থেকে অনুসরণ করে সিদ্ধান্ত নেয়, কীভাবে জীব বিবর্তিত হলো।বিবর্তনীয় জীববিজ্ঞান চিকিৎসার জন্য একটি প্রয়োজনীয় প্রাথমিক বিজ্ঞান, তবে কয়েকটি চিকিৎসক এবং চিকিৎসক গবেষকরা এর সর্বাধিক প্রাসঙ্গিক নীতিগুলির সাথে পরিচিত। বেশিরভাগ চিকিৎসা বিদ্যালয়ে জেনেটিসিস্ট রয়েছে যারা বিবর্তন বোঝেন, তবে কয়েকটি সম্ভাব্য প্রয়োগের পরামর্শ দেওয়ার জন্য একটি বিবর্তনীয় জীববিজ্ঞানীও রয়েছেন। [৪]
বিবর্তনের প্রযুক্তিগত প্রয়োগের একটি হলো কৃত্রিম নির্বাচন। জীবের পপুলেশন পর্যায়ে কিছু বৈশিষ্ট্যকে ইচ্ছাকৃতভাবে নির্বাচন করা। মানুষ হাজার বছর ধরে উদ্ভিদ ও প্রাণীকে গৃহে পালনের উপযোগী করার মাধ্যমে কৃত্রিম নির্বাচনকে ব্যবহার করছে।[৫] সাম্প্রতিক সময়ে এই ধরনের নির্বাচন নির্বাচিত মার্কারের মাধ্যমে জিন প্রকৌশলীতে অত্যাবশ্যকীয় অঙ্গ হয়ে দাড়িয়েছে। আণবিক জীববিজ্ঞানে এন্টিবায়োটিক রেসিসট্যান্স জিন ডিএনএ মেনিপুলেট করতে ব্যবহৃত হয়। মিউটেশনকে বারবার ব্যবহার করে নতুন প্রোটিন যেমনঃ উৎসেচক অথবা এন্টিবিডিতে বিবর্তন ঘটানো যায়। এ প্রক্রিয়াকে বলা হয় দিক নির্দেশক বিবর্তন।[৬]