বিম্বো আকিনতোলা | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | নাইজেরীয় |
মাতৃশিক্ষায়তন | ইবাদান বিশ্ববিদ্যালয় (বিএ)) |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৫-বর্তমান |
বিম্বো আকিনতোলা একজন নাইজেরীয় অভিনেত্রী। [১][২][৩][৪]
৫ মে ১৯৭০ সালে আকিনতোলার জন্ম হয়।[৫] তার পিতা ওয়ো রাজ্য এবং মাতা এডো রাজ্য থেকে এসেছেন । তিনি লাগোস রাজ্যের মেরিল্যান্ড কনভেন্ট প্রাইভেট স্কুলে পড়াশোনা করেছেন। তারপর তিনি লোগোসের কমান্ড ডে মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ইবাদান বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার শিল্পকলায় ডিগ্রি অর্জন করেন। [৬][৭]
১৯৯৫ সালে ওউ ব্লো ছবিতে অভিনয়ের মাধ্যে তার অভিষেক ঘটে। ১৯৯৭ সালে তিনি আউট অফ বাউন্ডস চলচ্চিত্রে অভিনয় করেন[৮]। ২০১৩ সালে তিনি শীর্ষ চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে নলিউড চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন।
বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | সূত্র |
---|---|---|---|---|
২০১৫ | লাগোসের স্বামী | — | — | [৯] |
২০১৬ | ইয়ার এগেল | — | কুনলে আফোলায়ণ |