উইলিয়াম হাওয়ার্ড পিকারিং | |
---|---|
![]() উইলিয়াম এইচ. পিকারিং, জে পি এল/নাসার চিত্র | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ওয়েলিংটন, নিউজিল্যান্ড | ২৪ ডিসেম্বর ১৯১০
মৃত্যু | ১৫ মার্চ ২০০৪ ফ্লিনট্রিজ, ক্যালিফোর্নিয়া, ইউএসএ | (বয়স ৯৩)
নাগরিকত্ব | যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড |
জাতীয়তা | যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড |
যে জন্য পরিচিত | মহাকাশ গবেষণার পথিকৃৎ |
পুরস্কার | মেগ্যালেনিক প্রিমিয়াম (১৯৬৬) আইইইই এডিসন মেডাল (১৯৭২) ন্যাশনাল মেডেল অব সাইন্স (১৯৭৫) ডেমের এস. ফাহরনি মেডাল (১৯৭৬) জাপান প্রাইজ (১৯৯৪) ড্যানিয়েল জাগগেনহেইম মেডেল (২০০০) |
উইলিয়াম হাওয়ার্ড "বিল" পিকারিং ONZ কেবিই (২৪ ডিসেম্বর ২০১০ – ১৫ মার্চ ২০০৪) হলেন একজন নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করা রকেট বিজ্ঞানি যিনি ২২ বছর ধরে ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালসন ল্যাবরেটরির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।[১][২] তিনি নাসার চাঁদ গবেষণা এবং মহাকাশ গবেষণার পথিকৃৎ। তিনি ইউনাইটেড স্টেটস ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা সদস্য।[৩]
তিনি নিউজিল্যান্ডের ওয়েলিংটন এ ১৯১০ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিকারিং হেভলকে তার হাই স্কুল জীবন অতিবাহিত করেন। এরপর ওয়েলিংটন কলেজে ভর্তি হন। কেনটারবারি বিশ্ববিদ্যালয়ে এক বছর অতিবাহিত করার পর তিনি যুক্তরাষ্ট্রে পারি জমান এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন এবং ১৯৩৬ সালে পদার্থবিজ্ঞানে পি এইচ ডি লাভ করেন। তার বিশেষত্ব ছিল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং তার পড়াশোনার প্রধান বিষয় ছিল "টেলিমেট্রি"।[১]
<ref>
ট্যাগ বৈধ নয়; obit
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)