বিষ্ণুবর্ধন | |
---|---|
![]() ২০১৫ সালে গ্রহণম চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিষ্ণুবর্ধন | |
জন্ম | বিষ্ণুবর্ধন কুলসেকারন ৬ ডিসেম্বর ১৯৭৬ |
পেশা | |
কর্মজীবন | ১৯৯০-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অনু বর্ধন |
সন্তান | ১ |
আত্মীয় | কৃষ্ণ কুলসেকারন (ভাই) |
বিষ্ণুবর্ধন (জন্ম: ৬ ডিসেম্বর ১৯৭৬) একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। তিনি মূলত তামিল চলচ্চিত্রে কাজ করেন। সন্তোষ সিবনের এক সময়ের সহযোগী বিষ্ণুবর্ধন ২০০৩ সালে কুরুম্বু চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আসেন, তবে চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয়। তার নির্মিত পরবর্তী চলচ্চিত্রসমূহ তথা আরিন্তুম আরিয়ামালুম (২০০৫), পাটিয়াল (২০০৬), বিল্লা (২০০৭), পাঞ্জা (২০১১) এবং আরম্বম (২০১৩) ব্যবসাসফল হয়। ২০২১ সালে শেরশাহ দিয়ে হিন্দি চলচ্চিত্র পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটি ইতিবাচক পর্যালোচনা অর্জন করে[১][২] এবং তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার ও আইফা পুরস্কার অর্জন করেন।[৩][৪]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | টীকা | |
---|---|---|---|---|
পরিচালক | প্রযোজক | |||
২০০৩ | কুরুম্বু | ![]() |
![]() |
আল্লারি-এর পুনর্নির্মাণ |
২০০৫ | আরিন্তুম আরিয়ামালুম | ![]() |
![]() |
|
২০০৬ | পাটিয়াল | ![]() |
![]() |
|
২০০৭ | বিল্লা | ![]() |
![]() |
বিল্লা (১৯৮০)-এর পুনর্নির্মাণ |
২০০৯ | সর্বম | ![]() |
![]() |
|
২০১১ | পাঞ্জা | ![]() |
![]() |
তেলুগু চলচ্চিত্রে অভিষেক |
২০১৩ | আরম্বম | ![]() |
![]() |
|
২০১৫ | ইয়াচান | ![]() |
![]() |
ইউটিভি মোশন পিকচার্সের সাথে যৌথভাবে প্রযোজনা করেন |
২০১৯ | ফিঙ্গারটিপ | ![]() |
![]() |
জিফাইভের ওয়েব ধারাবাহিক[৫] |
২০২১ | শেরশাহ | ![]() |
![]() |
হিন্দি চলচ্চিত্রে অভিষেক |
বছর | চলচ্চিত্র | চরিত্র |
---|---|---|
১৯৯০ | অঞ্জলি | কলোনির শিশু |
১৯৯০ | সাথ্রিয়ান | কিশোর পন্নির সেলবন |
১৯৯৭ | ইরুবার | তমিজসেলবনের পুত্র |
১৯৯৮ | দ্য টেররিস্ট | ত্যাগু |
২০১০ | এন্থিরান | স্বয়ং |
২০১৫ | ইসাই | স্বয়ং |
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৭ জুলাই ২০১৪ | দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক - তামিল | আরম্বম | মনোনীত | [৬] |
৪ জুন ২০২২ | আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | শেরশাহ | বিজয়ী | [৭] |
৩০ আগস্ট ২০২২ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | বিজয়ী | [৮] |