বীহাট রাজ্য बीहट | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য | |||||||
১৮০৭–১৯৫০ | |||||||
ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বীহাট-ওর্ছা রাজ্যের মানচিত্র | |||||||
রাজধানী | বীহাট | ||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ৪১ বর্গকিলোমিটার (১৬ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ৩,৯৮৪ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | ১৮০৭ | ||||||
১৯৫০ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | ভারত |
বীহাট রাজ্য[১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ আটটি গ্রাম সংবলিত রাজ্যটি বুন্দেলখণ্ড এজেন্সি দ্বারা পরিচালিত হতো৷[২] রাজ্যটির রাজধানী ছিলো বীহাটে, যা বর্তমানে উত্তরপ্রদেশ রাজ্যের মাহোবা জেলায় অবস্থিত পানবাড়ি ব্লকের অন্তর্গত একটি গ্রাম৷
এটি উত্তরপ্রদেশে চিত্রকূট বিভাগের অন্তর্গত মাহোবা জেলায় অবস্থিত। এটি মাহোবা শহর থেকে সড়কপথে ৬৩ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। এটির বর্তমান ডাক সূচক সংখ্যা ২১০৪২৯।
ওড়ছা রাজ্যের রাজা সোহন পালের কনিষ্ঠ পুত্র কুনোয়ার ইন্দ্রজিতের উত্তরসূরী কুনোয়ার খুমন সিংহের পুত্র কুনোয়ার অপর্বল সিংহ এই রাজ্যটির পত্তন ঘটান৷ রাজ্যটির রাও (রাজা) ৫ টি অশ্বারোহী বাহিনী, ৭৫ টি পদাতিক সৈন্যবাহিনী এবং একটি নিজস্ব বন্দুক রাখার অনুমতি প্রাপ্ত হন ১৮৯৩ খ্রিস্টাব্দে৷ [৩]
বীহাট দেশীয় রাজ্যের শাসকরা রাও উপাধিতে ভূষিত হতেন।[৪]