বৃহদ্রথ মৌর্য | |
---|---|
'মৌর্য সম্রাট' | |
রাজত্ব | খ্রিস্টপূর্ব ১৮৭- খ্রিস্টপূর্ব ১৮৪ |
রাজ্যাভিষেক | খ্রিস্টপূর্ব ১৮৮ শতধনবান রাজ্য শাসনের অধিকার দেন বৃহদ্রথ কে। |
পূর্বসূরি | শতধনবান |
উত্তরসূরি | শুঙ্গ রাজবংশের পুষ্যমিত্র শুঙ্গ |
প্রাসাদ | মৌর্য সাম্রাজ্য |
পিতা | দেববর্মণ |
বৃহদ্রথ মৌর্য (সংস্কৃত: बृहद्रथ) (রাজত্বকাল: খ্রিস্টপূর্ব ১৮৭ -খ্রিস্টপূর্ব ১৮৫) নবম ও অন্তিম মৌর্য সম্রাট ছিলেন।
বৃহদ্রথ অষ্টম মৌর্য সম্রাট শতধনবানের পরে খ্রিস্টপূর্ব ১৮৭ থেকে খ্রিস্টপূর্ব ১৮৫ পর্য্যন্ত মৌর্য সাম্রাজ্য শাসন করেন।[১]:১৮৩ বাণভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থানুসারে, ১৮৫ খ্রিস্টপূর্বাব্দে বৃহদ্রথের প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সেনাবাহিনীর কুচকাওয়াজে শক্তি প্রদর্শনের সময় তাকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান ও শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন।[২]:২৪-২৫
বৃহদ্রথ মৌর্য
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী শতধনবান |
মৌর্য সম্রাট খ্রিস্টপূর্ব ১৮৭- খ্রিস্টপূর্ব ১৮৫ |
উত্তরসূরী শুঙ্গ রাজবংশ |