![]() ২০১৬ সালে বেইলি রাইট | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | বেইলি কলিন রাইট[১] | ||
জন্ম | [১] | ২৮ জুলাই ১৯৯২||
জন্ম স্থান | মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | সেন্টার ব্যাক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রিস্টল সিটি | ||
জার্সি নম্বর | ৫ | ||
যুব পর্যায় | |||
১৯৯৮–২০০৪ | ল্যাংওয়ারিন | ||
২০০৫ | মর্নিংটন | ||
২০০৬ | ডান্ডেনং থান্ডার | ||
২০০৭–২০০৮ | ভিআইএস | ||
২০০৯–২০১০ | প্রেস্টন নর্থ এন্ড | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১৭ | প্রেস্টন নর্থ এন্ড | ১৭৯ | (৮) |
২০১৭– | ব্রিস্টল সিটি | ৫৭ | (১) |
জাতীয় দল‡ | |||
২০০৮–২০০৯ | অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ | ৩ | (০) |
২০১৪– | অস্ট্রেলিয়া | ২৩ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৪ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
বেইলি কলিন রাইট (জন্ম: ২৮ জুলাই ১৯৯২) হলেন একজন অস্ট্রেলীয় পেশাদার ফুটবলার, যিনি ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব ব্রিস্টল সিটি এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একজন সেন্টার ব্যাক হিসেবে খেলেন।
ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলের ২৩ সদস্যের মধ্যে তিনি ছিলেন।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
অস্ট্রেলিয়া | ২০১৪ | ২ | ১ |
২০১৫ | ৭ | ০ | |
২০১৬ | ৪ | ০ | |
২০১৭ | ৯ | ০ | |
২০১৮ | ১ | ০ | |
মোট | ২৩ | ১ |
নং. | তারিখ | ভেন্যু | উপস্থিতি | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | উল্লেখ |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ৮ সেপ্টেম্বর ২০১৪ | ক্রাভেন কটেজ, লন্ডন, ইংল্যান্ড | ২ | ![]() |
৩–১ | ৩–২ | প্রীতি ম্যাচ | [৪] |
প্রেস্টন নর্থ এন্ড