বেন বার্ন্যাংকি | |
---|---|
ফেডারেল রিজার্ভের ১৪তম চেয়ারম্যান | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ফেব্রুয়ারি ১, ২০০৬ | |
রাষ্ট্রপতি | জর্জ ডব্লিউ. বুশ বারাক ওবামা |
ডেপুটি | ডোনাল্ড কোন |
পূর্বসূরী | অ্যালেন গ্রিনস্প্যান |
কাউন্সিল অফ ইকোনোমিক অ্যাডভাইজারের ২৩তম চেয়ারম্যান | |
কাজের মেয়াদ জুন ২০০৫ – জানুয়ারী ২০০৬ | |
রাষ্ট্রপতি | জর্জ ডব্লিউ. বুশ |
পূর্বসূরী | হার্ভে রোসেন |
উত্তরসূরী | এডওয়ার্ড লেজিয়ার |
ফেডারেল রিজার্ভ সিস্টেমের বোর্ড অফ গভর্নরস-এর সদস্য | |
কাজের মেয়াদ সেপ্টেম্বর ২০০২ – জুন ২০০৫ | |
মনোনয়নকারী | জর্জ ডব্লিউ. বুশ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | ১৩ ডিসেম্বর ১৯৫৩
রাজনৈতিক দল | রিপাবলিকান পার্টি |
দাম্পত্য সঙ্গী | অ্যানা ফ্রাইডম্যান |
প্রাক্তন শিক্ষার্থী | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
জীবিকা | অর্থনীতিবিদ |
বেন শালোম বার্ন্যাংকি[১] (ইংরেজিতে: Ben Shalom Bernanke[২] (/bərˈnæŋki/ bər-NANG-kee; জন্ম ১৩ই ডিসেম্বর, ১৯৫৩) একজন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ যিনি ২০০৬ থেকে ২০১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ফেডারেল রিজার্ভের প্রধানের দায়িত্ব পালন করেন। ফেডারেল রিজার্ভ ত্যাগের পরেই তিনি ব্রুকিংস ইনস্টিটিউশন নামক চিন্তাকেন্দ্রে বিশিষ্ট সভ্য হিসেবে নিযুক্তিলাভ করেন।[৩][৪] ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে কাজ করার সময় তিনি ২০০০-এর দশকের শেষভাগের অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে প্রত্যুত্তরের দায়িত্বে ছিলেন। এই দায়িত্ব পালনের জন্য তাঁকে ২০০৯ সালে টাইম পার্সন অভ দি ইয়ার সম্মানটি প্রদান করা হয়।[৪] ফেডারেল রিজার্ভের প্রধান হবার আগে বার্ন্যাংকি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন স্থায়ী অধ্যাপক ছিলেন এবং ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত সেখানকার অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।[৪] এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সালে যৌথভাবে ডগলাস ডায়মন্ড ও ফিলিপ ডিবভিগের সাথে একত্রে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার লাভ করেন। "ব্যাংক ও অর্থনৈতিক সংকটগুলি নিয়ে গবেষণার" জন্য তাঁদেরকে এই পুরস্কার দান করা হয়।"[৫][৬]
<ref>
ট্যাগ বৈধ নয়; nobelprize
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি