কুমারী নাজ | |
---|---|
জন্ম | সালমা বেগ ২০ আগস্ট ১৯৪৪ বোম্বে, বোম্বে স্টেট, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১৯ অক্টোবর ১৯৯৫ | (বয়স ৫১)
অন্যান্য নাম | বেবি নাজ, কুমারী নাজ |
পেশা | অভিনেত্রী |
উল্লেখযোগ্য কর্ম | বুট পালিশ (১৯৫৪) |
দাম্পত্য সঙ্গী | সুব্বিরাজ |
সালমা বেগ (২০ আগস্ট, ১৯৪৪ - ১৯ অক্টোবর, ১৯৯৫) ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। সালমা বেগ ছাড়াও তিনি কুমারী নাজ বা বেবি নাজ নামেও পরিচিত ছিলেন। [১]
বেবি নাজ চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসাবে তার অভিনয় জীবন শুরু করেন। শিশু শিল্পী হিসেবে তার সবচেয়ে স্মরণীয় অভিনয় ছিল আর. কে. ফিল্মসের ব্যানারে বুট পলিশ (১৯৫৪) এবং বিমল রায় পরিচালিত দেবদাস চলচ্চিত্রে। [২] অসাধারণ অভিনয়ের জন্য তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে ইতিবাচক পর্যালোচনা এবং ১৯৫৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ডিস্টিংশন পুরস্কার (সহ-অভিনেতা রতন কুমারের সাথে) লাভ করেন। সেখানে চলচ্চিত্রটি প্রতিযোগিতায় প্রদর্শিত হয়েছিল। [৩] [৪]
১৯৫৮ সালে সুইস উপন্যাস হেইডির উপর ভিত্তি করে দো ফুল (দু’টি ফুল) নামে একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি পায়। চলচ্চিত্রের নামভূমিকা- পূর্ণিমার চরিত্রে অভিনয় করেছিলেন নাজ। সেসময়ে মাস্টার রোমির পাশাপাশি অন্যতম বিখ্যাত শিশু তারকা ছিলেন নাজ। [৫]
পরবর্তীতে তিনি চলচ্চিত্রের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে থাকেন। বহু বেগম, কাটি পাতং এবং সাচা ঘুথা (যেখানে তিনি রাজেশ খান্নার শারীরিকভাবে প্রতিবন্ধী বোনের ভূমিকায় অভিনয় করেন) চরিত্রগুলো তার অভিনয়ে আলাদা একটি মাত্রা যোগ করেছে। [৬]
এটি একটি ডিস্টিনশন পুরস্কার ছিল। ১৯৫৫ কান চলচ্চিত্র উৎসবে দুই শিশু শিল্পী যৌথভাবে এই পুরস্কার জেতেন। [১২] একজন ছিলেন বেবি নাজ; অপরজন ছিলেন পাবলিটো ক্যালভো। ক্যালভো ১৯৫৫ সালের স্প্যানিশ চলচ্চিত্র মার্সেলিনো, প্যান ওয়াই ভিনোতে শিশু অভিনেতার চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জেতেন।
পরবর্তীতে তিনি ডাবিং শিল্পী হিসেবে দ্বিতীয় কর্মজীবন শুরু করেন। শ্রীদেবী তার নিজের কণ্ঠ ব্যবহারের আগে, কুমারী নাজ ১৯৮০-এর দশকের প্রথম দিকের হিন্দি চলচ্চিত্রগুলোতে তার হয়ে কণ্ঠ দিয়েছিলেন। [১৩]
তিনি ১৯৬৫ সালে অভিনেতা সুব্বিরাজকে (প্রবীণ অভিনেতা রাজ কাপুরের চাচাতো ভাই) বিয়ে করেন। বিয়ের পরেও তিনি অভিনয় চালিয়ে যান। মেরা ঘর মেরে বাচ্চে (১৯৬০) এবং দেখা পেয়ার তুমহারা (১৯৬৩) চলচ্চিত্রে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন। [১৪]
তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে: [১৫]
সাল | চলচ্চিত্র | চরিত্র |
---|---|---|
১৯৮৯ | আপনা দেশ পারায়ে লোগ | |
১৯৮৯ | প্যায়সে নাই | ড. ভারতী |
১৯৮৬ | ভাই কা দুশমন ভাই | |
১৯৮৬ | সীসা | প্রমিলা |
১৯৮৪ | ফুলওয়ারি | শোভা |
১৯৮৪ | বক্সার | মিসেস খাতাউ |
১৯৮২ | ভাই আখির ভাই হোতা হ্যায় | |
১৯৮২ | স্বামী দাদা | লাল্লুর স্ত্রী |
১৯৮২ | শ্রীমান শ্রীমতি | |
১৯৮০ | বোম্বাই কা মহারাজা | মেরি |
১৯৭৮ | কালা আদমি | |
১৯৭৮ | মে তুলসী তেরে অঙ্গন কি | |
১৯৭৮ | ফান্দেবাজ | রাজকুমারী রত্না |
১৯৭৮ | ভোলা ভালা | সরলা |
১৯৭৭ | চক্কর পে চক্কর | মিসেস বাবু |
১৯৭৭ | নিয়াজ অর নামাজ | সায়িদা |
১৯৭৭ | কর্ম | কাম্মো |
১৯৭৬ | আপ বেয়াতি | শীলা জুমানী |
১৯৭৬ | বৈরাগ | বিমলা |
১৯৭৬ | দো খিলাড়ি | কাওয়ালীতে নৃত্যশিল্পী |
১৯৭৫ | দো ঝুট | বন্দনার বোন |
১৯৭৫ | সন্যাসী | সাবিত্রি |
১৯৭৫ | সিওয়াক | নীরু |
১৯৭৪ | দো আখেন | |
১৯৭৪ | পাইসে কি গুড়িয়া | নীলা গুপ্ত |
১৯৭৪ | ও মেইন নাহি | |
১৯৭৪ | ফির কাব মিলোগি | আম্বা |
১৯৭৪ | ফ্রেন্ড | কল্যাণী শর্মা |
১৯৭৩ | শামঝাউতা | চম্পা |
১৯৭৩ | রাজা রানী | পাত্রনের স্ত্রী |
১৯৭২ | শাদী কে বাদ | সাবিত্রি বি. সিং |
১৯৭২ | শোর | শংকরের বোন |
১৯৭২ | ওয়াফা | মীরা |
১৯৭১ | দুশমন | কমলা জি. দিন |
১৯৭১ | জ্বালা | রাজকুমারী রূপা |
১৯৭১ | প্রীতম | গৌরি |
১৯৭১ | হাতি মেরে সাথী | পারু |
১৯৭০ | হিম্মত | বান্থু |
১৯৭০ | কাটি পাতং | পুনম |
১৯৭০ | সাচ্চা ঝুটা | বেলু |
১৯৭০ | রুথা না কারো | নেয়না |
১৯৬৯ | আয়া সাওয়ান ঝুম কে | Sangeeta Y. Singh |
১৯৬৯ | জাহা পেয়ার মিলে | |
১৯৬৯ | রাজা সাব | হামেশবহর |
১৯৬৮ | জুয়াড়ি | রাজকুমারী সবিতা |
১৯৬৮ | নাদির শাহ | |
১৯৬৭ | বাহু বেগম | সুরাইয়া |
১৯৬৭ | ছৈলা বাবু | মীনা |
১৯৬৫ | শাইয়ান সে নেহা লাগাইবে | |
১৯৬৪ | বাঘী | |
১৯৬৪ | চান্দি কি দেওর | |
১৯৬৪ | চার দরবেশ | রাজকুমারী হামিদা |
১৯৬৪ | হারকিউলিস | |
১৯৬৪ | কায়সে কাহু | অনিতা লক্ষ্মীচাঁদ |
১৯৬৪ | মাজবুর | সীমা |
১৯৬৩ | বিদেশিয়া | পার্বতী |
১৯৬৩ | দেখা পেয়ার তুমহারা | |
১৯৬৩ | মেরে আরমান মেরে সাপনে | শান্তি |
১৯৬৩ | মুঝে জিনে দো | ছোট বেগম |
১৯৬৩ | পেয়ার কা বন্ধন | সোনা |
১৯৬২ | মন-মর্জি | লক্ষ্মী |
১৯৬২ | গাঙ্গু | |
১৯৬১ | গঙ্গা যমুনা | যুবতী বয়সের ধন্য |
১৯৬১ | জিন্দেগী অর খোয়াব | রসিলা |
১৯৬০ | দিল আপনা অর প্রিত পারাই | মুন্নী |
১৯৬০ | মেরা ঘর মেরে বাচ্চে | মীনা |
১৯৬০ | লম্বে হাত | |
১৯৬০ | মা বাপ | প্রতিমা |
১৯৫৯ | ফোর ফেইসেস অভ ইন্ডিয়া | |
১৯৫৯ | হীরা মতি | রূপনন্দনের মেয়ে |
১৯৫৯ | কঙ্গন | সহকারী |
১৯৫৯ | কাগজ কে ফুল | প্রমিলা সিনহা |
১৯৫৯ | অর্ধাঙ্গিনী | শিল্পী |
১৯৫৯ | ভাই বেহেন | সোনি কে. রায় |
১৯৫৮ | দো ফুল | পূর্ণিমা |
১৯৫৮ | ঘর গৃহস্থ | |
১৯৫৮ | ঘর সংসার | আশা |
১৯৫৮ | লজ্জান্তী | রেণু |
১৯৫৮ | ইহুদি | যুবতী বয়সের লাইদিয়া |
১৯৫৮ | মিস ৫৮ | |
১৯৫৭ | মুসাফির | মুন্নী |
১৯৫৭ | পায়েল | পদ্মা |
১৯৫৫ | দিওয়ালি কি রাত | |
১৯৫৬ | এক ষোলা | উষা |
১৯৫৬ | রাজধানী | |
১৯৫৬ | এক হি রাস্তা | রাজার জন্মদিনে গান গাওয়া মেয়ে |
১৯৫৫ | কুন্দন | যুবতী বয়সের রাধা / যুবতী বয়সের উমা |
১৯৫৫ | লাগান | |
১৯৫৫ | মাস্ত কালান্দার | |
১৯৫৫ | পতিত পাওয়ান | |
1১৯৫৫ | রাফতার | |
১৯৫৫ | দেবদাস | যুবতী বয়সে পার্বতী |
১৯৫৫ | হাতিমতাই কি বেটি | |
১৯৫৪ | চাঁদনী চক | |
১৯৫৪ | সুবাহ কা তারা | হীরা |
১৯৫৪ | বুট পলিশ | বেলু |
১৯৫৪ | শর্মা পরওয়ানা | |
১৯৫৩ | গুনাহ | |
১৯৫০ | রুপাইয়া |