![]() | |
নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
বেরিয়াম আয়োডাইড
| |
অন্যান্য নাম
বেরিয়াম আয়োডাইড, অনার্দ্র
| |
শনাক্তকারী | |
| |
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০৩৩.৮৭৩ |
ইসি-নম্বর |
|
পাবকেম CID
|
|
ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
| |
বৈশিষ্ট্য | |
BaI2 (anhydrous) BaI2·2H2O (dihydrate) | |
আণবিক ভর | 391.136 g/mol (anhydrous) 427.167 g/mol (dihydrate) |
বর্ণ | White orthorhombic crystals (anhydrous) colorless crystals (dihydrate) |
গন্ধ | odorless |
ঘনত্ব | 5.15 g/cm3 (anhydrous) 4.916 g/cm3 (dihydrate) |
গলনাঙ্ক | ৭১১ ডিগ্রি সেলসিয়াস (১,৩১২ ডিগ্রি ফারেনহাইট; ৯৮৪ kelvin) (anhydrous) decomposes at 740 °C (dihydrate) |
166.7 g/100 mL (0 °C) 221 g/100 mL (20 °C) 246.6 g/100 mL (70 °C) | |
দ্রাব্যতা | soluble in ethanol, acetone |
-124.0·10−6 cm3/mol | |
গঠন | |
স্ফটিক গঠন | Orthorhombic, oP12, SpaceGroup = Pnma, No. 62 |
তাপ রসায়নবিদ্যা | |
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
-602.1 kJ·mol−1 |
ঝুঁকি প্রবণতা | |
প্রধান ঝুঁকিসমূহ | toxic |
সম্পর্কিত যৌগ | |
অন্যান্য অ্যানায়নসমূহ
|
barium fluoride barium chloride barium bromide |
অন্যান্য ক্যাটায়নসমূহ
|
beryllium iodide magnesium iodide calcium iodide strontium iodide |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
![]() ![]() ![]() | |
তথ্যছক তথ্যসূত্র | |
বেরিয়াম আয়োডাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত BaI2। এটি বেরিয়াম এবং আয়োডিনের একটি যৌগ। এই যৌগটি অনার্দ্র এবং আর্দ্র (BaI2(H2O)2) এই দুই অবস্থায় পাওয়া। উভয় অবস্থাই সাদা কঠিন পদার্থ।
ইথারের উপস্থিতিতে বেরিয়াম ধাতুর সঙ্গে 1,2-ডাইআয়োডোইথেনের বিক্রিয়া করে অনার্দ্র বেরিয়াম আয়োডাইড প্রস্তুত করা যেতে পারে।[২]
অনার্দ্র বেরিয়াম আয়োডাইডের গঠন লেড(II) ক্লোরাইডের মতো যার প্রতিটি বেরিয়াম কেন্দ্র নয়টি আয়োডাইড লিগ্যান্ডের সাথে আবদ্ধ থাকে।[৩]
অনার্দ্র বেরিয়াম আয়োডাইড সাদা রঙের কঠিন পদার্থ। অনার্দ্র অবস্থায় জলের থেকে পাঁচ গুণ ভারী। অনার্দ্র অবস্থায় এর ঘনত্ব ৫.১৫ গ্রাম/সিসি। তবে আর্দ্র অবস্থায় এর ঘনত্ব কিছুটা কম। এই অবস্থায় এর ঘনত্ব ৪.৯১৬ গ্রাম/সিসি।
বেরিয়াম আয়োডাইড অ্যালকাইল পটাশিয়াম যৌগের সাথে বিক্রিয়া করে অর্গানোবেরিয়াম যৌগ তৈরি করে।[৪]
বেরিয়াম আয়োডাইডকে লিথিয়াম বাইফিনাইল দিয়ে বিজারিত করে অত্যন্ত সক্রিয় বেরিয়াম ধাতু তৈরি করা যায়।[৫]
বেরিয়ামের অন্যান্য দ্রবণীয় লবণের মতো বেরিয়াম আয়োডাইডও বিষাক্ত।