নামসমূহ | |
---|---|
পছন্দসই ইউপ্যাক নাম
Beryllium(II) monoxide | |
পদ্ধতিগত ইউপ্যাক নাম
Oxoberyllium | |
অন্যান্য নাম
Beryllia, Thermalox, Bromellite, Thermalox 995.[১]
| |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
বেইলস্টেইন রেফারেন্স | 3902801 |
সিএইচইবিআই | |
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০১৩.৭৫৮ |
ইসি-নম্বর |
|
এমইএসএইচ | beryllium+oxide |
পাবকেম CID
|
|
আরটিইসিএস নম্বর |
|
ইউএনআইআই | |
ইউএন নম্বর | 1566 |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
| |
বৈশিষ্ট্য | |
BeO | |
আণবিক ভর | ২৫.০১ g·mol−১ |
বর্ণ | Colourless, vitreous crystals |
গন্ধ | Odourless |
ঘনত্ব | 3.01 g/cm3 |
গলনাঙ্ক | ২,৫০৭ °সে (৪,৫৪৫ °ফা; ২,৭৮০ K) |
স্ফুটনাঙ্ক | ৩,৯০০ °সে (৭,০৫০ °ফা; ৪,১৭০ K) |
0.00002 g/100 mL | |
ব্যান্ড ব্যবধান | 10.6 eV |
Thermal conductivity | 330 W/(K·m) |
প্রতিসরাঙ্ক (nD) | 1.719 |
গঠন | |
স্ফটিক গঠন | Hexagonal |
Space group | P63mc |
Point group | C6v |
Coordination geometry |
Tetragonal |
আণবিক আকৃতি | Linear |
তাপ রসায়নবিদ্যা | |
তাপ ধারকত্ব, C | 25.5 J/(K·mol) |
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
13.73–13.81 J/(K·mol) |
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
−599 kJ/mol[২] |
গিবসের মুক্ত শক্তি (ΔfG˚)
|
−582 kJ/mol |
ঝুঁকি প্রবণতা | |
প্রধান ঝুঁকিসমূহ | Very toxic, carcinogen |
জিএইচএস চিত্রলিপি | |
জিএইচএস সাংকেতিক শব্দ | বিপদজনক |
জিএইচএস বিপত্তি বিবৃতি | H301, H315, H317, H319, H330, H335, H350, H372 |
জিএইচএস সতর্কতামূলক বিবৃতি | P201, P260, P280, P284, P301+310, P305+351+338 |
এনএফপিএ ৭০৪ | |
প্রাণঘাতী ডোজ বা একাগ্রতা (LD, LC): | |
LD৫০ (মধ্যমা ডোজ)
|
2062 mg/kg (mouse, oral) |
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অনাবৃতকরণ সীমা (NIOSH): | |
PEL (অনুমোদনযোগ্য)
|
TWA 0.002 mg/m3 C 0.005 mg/m3 (30 minutes), with a maximum peak of 0.025 mg/m3 (as Be)[৩] |
REL (সুপারিশকৃত)
|
Ca C 0.0005 mg/m3 (as Be)[৩] |
IDLH (তাৎক্ষণিক বিপদ
|
Ca [4 mg/m3 (as Be)][৩] |
সম্পর্কিত যৌগ | |
অন্যান্য অ্যানায়নসমূহ
|
Beryllium telluride |
অন্যান্য ক্যাটায়নসমূহ
|
|
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
বেরিলিয়াম অক্সাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত হলো BeO। এটি বেরিলিয়া নামেও পরিচিত। এই কঠিন যৌগটি হীরা ছাড়া অন্য কোনও অধাতুর তুলনায় তাপ পরিবাহিতা বেশি। এটি একটি উল্লেখযোগ্য বৈদ্যুতিক অন্তরক এবং বেশিরভাগ ধাতুর চেয়ে বেশি।[৪] অনিয়তকার কঠিন অবস্থায় বেরিলিয়াম অক্সাইডের রঙ সাদা। এর গলনাঙ্ক ২৫০৭ ডিগ্রি সেলসিয়াস। গলনাঙ্ক বেশি হওয়ায় এটি রিফ্রাকটারী (তাপরোধকারী উপাদান) তৈরির উপাদান হিসাবে ব্যবহার হয়।[৫]
বেরিয়েলিয়াম কার্বোনেটকে ভস্মীকরণ করে বা বেরিলিয়াম হাইড্রক্সাইডকে জল বিয়োজন করে বা ধাতব বেরিলিয়ামকে জ্বলিয়ে বেরিলিয়াম অক্সাইড তৈরি করা যেতে পারে:
বায়ুতে বেরিলিয়ামকে জ্বালালে বেরিলিয়াম অক্সাইড এবং বেরিলিয়াম নাইট্রাইডের এর মিশ্রণ তৈরি হয়।[৪] অন্যান্য দ্বিতীয় শ্রেণির মৌলের (ক্ষারীয় ধাতব ধাতু) দ্বারা গঠিত অক্সাইডগুলির মতো বেরিলিয়াম অক্সাইড শুধুমাত্র ক্ষারীয় হয় না। এর ধর্ম উভধর্মী হয়, অর্থাৎ আম্লিক ও ক্ষারীয় হয়।
বেরিলিয়াম অক্সাইড সাদা গুঁড়ো অনিয়তকার পদার্থ হিসাবে উৎপাদন করা হয়। এই সাদা গুঁড়ো পদার্থ থেকে সিন্টারিং পদ্ধতির সাহায্যে বড় বড় আকারের ব্লক তৈরি করা হয়। সিন্টারিং পদ্ধতি হলো তাপ বা চাপের দ্বারা পদার্থের গলনাঙ্কে না পৌঁছে উপাদানগুলির একটি কঠিন ভর তৈরি করার পদ্ধতি। এমনিতে সিন্টারিং পদ্ধতিতে পাওয়া বড় আকৃতির বেরিলিয়াম অক্সাইডের উপাদানগুলি বর্ণহীন হয়। তবে কার্বনের মতো অশুদ্ধি থাকলে এগুলি বিভিন্ন রঙের হতে পারে।
সিন্টারিং পদ্ধতিতে তৈরি বেরিলিয়াম অক্সাইডের সিন্টারড খুব স্থিতিশীল সিরামিক।[৬] রকেট ইঞ্জিনে বেরিলিয়াম অক্সাইডের ব্যবহার রয়েছে।[৭] দূরবীক্ষণ যন্ত্রের মধ্যে যে অ্যালুমিনাইজড আয়না থাকে সেই আয়নার স্বচ্ছ আবরক হিসাবে বেরিলিয়াম অক্সাইডের প্রলেপ দেওয়া হয়।
বেরিলিয়াম অক্সাইডের গুঁড়ো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ হিসাবে ধরা হয়।[৮] এর গুঁড়ো বেরিলিওসিসের মতো দীর্ঘস্থায়ী অ্যালার্জিজনিত ফুসফুসের রোগের কারণ হতে পারে। গুঁড়ো অবস্থা ছাড়া বেরিলিয়াম অক্সাইড নিয়তকার কঠিন হলে সেটির নড়াচড়া করা অপেক্ষাকৃত নিরাপদ। তবে এটিকে ভাঙ্গা বা গুঁড়ো করার কাজে ঝুঁকি রয়েছে যদি ঠিক মতো সুরক্ষাবিধি পালন না করা হয়।[৯]