নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
Beryllium bromide
| |
শনাক্তকারী | |
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|
কেমস্পাইডার | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০২৯.১৯৬ |
ইসি-নম্বর |
|
পাবকেম CID
|
|
ইউএনআইআই | |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
| |
| |
বৈশিষ্ট্য | |
BeBr2 | |
আণবিক ভর | 168.820 g/mol |
বর্ণ | colorless white crystals |
ঘনত্ব | ৩.৪৬৫ গ্রাম/সেমি৩ (২০ ডিগ্রি সেলসিয়াস) |
গলনাঙ্ক | ৫০৮ ডিগ্রি সেলসিয়াস (৯৪৬ ডিগ্রি ফারেনহাইট; ৭৮১ kelvin)sublimes at ৪৭৩ ডিগ্রি সেলসিয়াস (৮৮৩ ডিগ্রি ফারেনহাইট; ৭৪৬ kelvin) |
স্ফুটনাঙ্ক | ৫২০ ডিগ্রি সেলসিয়াস (৯৬৮ ডিগ্রি ফারেনহাইট; ৭৯৩ kelvin)[১] |
Highly[১] | |
দ্রাব্যতা | soluble in ethanol, diethyl ether, pyridine insoluble in benzene |
গঠন | |
স্ফটিক গঠন | Orthorhombic |
তাপ রসায়নবিদ্যা | |
তাপ ধারকত্ব, C | 0.4111 J/g K |
স্ট্যন্ডার্ড মোলার এন্ট্রোফি এস |
9.5395 J/K |
গঠনে প্রমান এনথ্যাল্পির পরিবর্তন ΔfH |
-2.094 kJ/g |
ঝুঁকি প্রবণতা | |
প্রধান ঝুঁকিসমূহ | see Berylliosis |
জিএইচএস চিত্রলিপি | |
জিএইচএস সাংকেতিক শব্দ | বিপদজনক |
জিএইচএস বিপত্তি বিবৃতি | H350i, H330, H301, H372, H319, H335, H315, H317, H411 |
জিএইচএস সতর্কতামূলক বিবৃতি | P260, P301+310, P304+340, P305+351+338, P320, P330, P405, P501 |
এনএফপিএ ৭০৪ | |
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অনাবৃতকরণ সীমা (NIOSH): | |
PEL (অনুমোদনযোগ্য)
|
TWA 0.002 mg/m3 C 0.005 mg/m3 (30 minutes), with a maximum peak of 0.025 mg/m3 (as Be)[২] |
REL (সুপারিশকৃত)
|
Ca C 0.0005 mg/m3 (as Be)[২] |
IDLH (তাৎক্ষণিক বিপদ
|
Ca [4 mg/m3 (as Be)][২] |
সম্পর্কিত যৌগ | |
অন্যান্য অ্যানায়নসমূহ
|
Beryllium fluoride Beryllium chloride Beryllium iodide |
অন্যান্য ক্যাটায়নসমূহ
|
Magnesium bromide Calcium bromide Strontium bromide Barium bromide Radium bromide |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
বেরিলিয়াম ব্রোমাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত BeBr2। এটি বেরিলিয়াম এবং ব্রোমিনের একটি যৌগ।
সাধারণত ৫০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রোমিনের সাথে বেরিলিয়াম ধাতুর বিক্রিয়া করে বেরিলিয়াম ব্রোমাইড প্রস্তুত করা হয়।[১]
বেরিলিয়াম অক্সাইড কে হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও বেরিলিয়াম ব্রোমাইড তৈরি করা যায়।
বেরিলিয়াম ব্রোমাইড এমনিতে বর্ণহীন কঠিন পদার্থ। জলের থেকে সাড়ে তিন গুণ ভারী। এর ঘনত্ব ৩.৪৬৫ গ্রাম/সিসি এবং গলনাঙ্ক ৫০৮ ডিগ্রি সেলসিয়াস।
বেরিলিয়াম ব্রোমাইড স্ফটিকের দুই প্রকারের গঠন দেখা যায়।
বেরিলিয়াম যৌগ বিষাক্ত হয়। তাই সাবধানে সুরক্ষাবিধি মেনে লবণটির ব্যবহার করতে হবে।