বোদ্দা প্রাত্যুষা | |
---|---|
দেশ | ভারত |
জন্ম | টুনি, পূর্ব গোদাবরী, অন্ধ্রপ্রদেশ, ভারত | ১১ এপ্রিল ১৯৯৭
খেতাব | মহিলা গ্র্যান্ডমাস্টার (২০২০) |
সর্বোচ্চ রেটিং | ২৩৪৬ (জুন ২০১৬) |
বোদ্দা প্রত্যুষা (জন্ম ১৯৯৭ সালে টুনি, পূর্ব গোদাবরী, অন্ধ্রপ্রদেশে )[১][২] একজন ভারতীয় দাবাড়ু। ২০১২ সালে, তিনি ভারতীয় মেয়েদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন ছিলেন।[৩] এপ্রিল ২০১৫ সালে, তিনি ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব অর্জন করেন।[৪]
২০২০ সালে, কোনেরু হাম্পি (২০০১) এবং দ্রোণাবল্লী হারিকা (২০০৪) এর পরে তিনি তৃতীয় তেলুগু মহিলা যিনি মহিলা গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছিলেন। ২০২০ সালের মার্চ পর্যন্ত, তার ফিদে স্ট্যান্ডার্ড রেটিং হল ২৩২৮।[২]
প্রত্যুষা অন্ধ্রপ্রদেশের টুনিতে শ্রী প্রকাশ বিদ্যা নিকেতনে তার স্কুলে পড়াশোনা করেছেন।