ওলন্দাজ ভারত | ১৬০৫–১৮২৫ |
---|---|
দিনেমার ভারত | ১৬২০–১৮৬৯ |
ফরাসি ভারত | ১৭৬৯-১৯৫৪ |
কাসা দা ইন্দিয়া | ১৪৩৪–১৮৩৩ |
পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি | ১৬২৮–১৬৩৩ |
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি | ১৬১২–১৭৫৭ |
কোম্পানি রাজ | ১৭৫৭–১৮৫৮ |
ব্রিটিশ রাজ | ১৮৫৮–১৯৪৭ |
বার্মায় ব্রিটিশ শাসন | ১৮২৪–১৯৪৮ |
দেশীয় রাজ্য | ১৭২১–১৯৪৯ |
ভারত বিভাজন | ১৯৪৭ |
ব্রিটিশ ভারতে অবস্থিত এজেন্সিগুলি ছিল মূলত আভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বা অর্ধ-স্বায়ত্তশাসিত একক। এই এককগুলির বাহ্যিক বিষয়বস্তু ও বৈদেশিক সম্পর্ক মূলত ভারতের গভর্নর-জেনারেল দ্বারা নিয়ন্ত্রিত হত।[১] এই এজেন্সিগুলির মধ্যে ছিল মূলত দুই ধরনের অঞ্চল, একটি হলো দেশীয় রাজ্য যা ছিল পুরোপুরিভাবে স্বায়ত্তশাসিত এবং স্বয়ং প্রধান রাজ্য এবং যেখানে ব্রিটিশদের দূত হিসেবে একজন কার্যকরী ভাইসরয় নিযুক্ত হতেন। আবার আরেকটি ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চল যেখানে স্বায়ত্তশাসন না থাকার ফলে তার ব্রিটিশ সাম্রাজ্যেরই অংশ থাকার সাথে সাথে সমস্ত আইন শৃঙ্খলা পুরোপুরি ভাবে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হত। অরক্ষিত অঞ্চল অথবা দেশীয় রাজ্যগুলির ব্রিটিশ দূত বা এজেন্ট মূলত ওই অঞ্চলের বাইরেই বসবাস করতেন এবং ওই অঞ্চল রাজ্যের বাসিন্দা হতেন না। তবে ব্রিটিশ জেলাগুলির ক্ষেত্রে এই নিয়ম ছিল উল্টো প্রতিটি জেলা সমাহর্তা ঐ জেলাতেই বসবাস করে নিজের কার্যনির্বাহক করতেন।
এইসকল এজেন্সিগুলোর ক্ষেত্রে অসামরিক এবং অপরাধমূলক ন্যায়বিচার সাধারণত স্থানীয়ভাবে তৈরী আইনের ভিত্তিতে প্রতিপালিত হত। ব্রিটিশশাসিত প্রদেশগুলির মতো এখানে ভারতীয় দণ্ড বিধি বলবৎ হতো না।
ব্রিটিশ ভারতের ইতিহাসে এজেন্সিগুলো রাজনৈতিক সুবিধার্থে গঠন, একীভূতকরণ বা বিলুপ্তির ঘটনা বিরল নয়৷[২] এজেন্সিগুলি ছিলো: