ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাব (ইংরেজি: Brentford F.C.; সাধারণত ব্রেন্টফোর্ড এফসি অথবা শুধুমাত্র ব্রেন্টফোর্ড নামে পরিচিত) হচ্ছে ব্রেন্টফোর্ড ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৮৮৯ সালের ১০ই অক্টোবর তারিখে ব্রেন্টফোর্ড ফুটবল ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে। ১৭,২৫০ ধারণক্ষমতাবিশিষ্ট ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামেদ্য বিস নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় টমাস ফ্রাঙ্ক এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ক্লিফ ক্রাউন। বর্তমানে ডেনীয় মধ্যমাঠের খেলোয়াড়ক্রিস্তিয়ান নরগর এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]