ব্রেন্ডন ফ্লিন | |
---|---|
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | রাটগার্স বিশ্ববিদ্যালয় (বিএ) |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১৬–বর্তমান |
পরিচিতির কারণ | ১৩ রিজনস হোয়াই |
ব্রেন্ডন ফ্লিন (ইংরেজি: Brandon Flynn; জন্ম: ১১ অক্টোবর, ১৯৯৩)[১] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি নেটফ্লিক্স ধারাবাহিক ১৩ রিজনস হোয়াই-এ জাস্টিন ফলির চরিত্রে অভিনয়ের জন্য সমধিক পরিচিত। এছাড়া তিনি স্বল্পদৈর্ঘ্যের ছবি হোম মুভিজ-এ স্বভূমিকায় এবং ব্রেইনডেড-এ মাইক দি ইন্টার্নের ভূমিকায় অভিনয় করেন।[২]
ব্র্যান্ডন ফ্লিনের জন্ম ফ্লোরিডার মিয়ামিতে।[৩] সেখানেই তিনি উচ্চ বিদ্যালয় নিউ ওয়ার্ল্ড স্কুল অফ দি আর্টসে পড়াশোনা করেন।[২] ২০১৬ সালে নিউ জার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ম্যাসন গ্রস স্কুল অফ দি আর্টস থেকে চারুকলায় একটি ব্যাচেলর ডিগ্রি সহ তিনি স্নাতক হন।[৩][৪] পিটার প্যান অবলম্বনে নির্মিত মিউজিক্যালে মিস্টার স্মির ভূমিকায় ফ্লিন প্রথম অভিনয় করেছিলেন। তখন তাঁর বয়স ছিল দশ বছর।[৫]
২০১৬ সালে ফ্লিন ব্রেইনডেড-এ মাইক দি ইন্টার্নের ভূমিকায় অভিনয় করেন। ২০১৭ সালে ভিনিয়ার্ড থিয়েটারে অফ-ব্রডওয়ে প্রযোজনা কিড ভিক্ট্রি-তে ল্যুক চরিত্রে অভিনয় করেন।[৬]
২০১৭ থেকে ফ্লিন নেটফ্লিক্স ধারাবাহিক ১৩ রিজনস হোয়াই-এ জাস্টিন ফলির চরিত্রে অভিনয় করেন।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ট্রু ডিটেকটিভ-এর তৃতীয় মরসুমের তিনটি পর্বে রায়ান পিটারস চরিত্রে অভিনয় করেন।[৭]
ফ্লিন এলজিবিটি সম্প্রদায়ের সদস্য।[৮] অস্ট্রেলিয়ায় সমকামী বিবাহ বৈধকরণের লক্ষ্যে অ-বাধ্যতামূলক গণভোটে "না" ভোটের সপক্ষে সিডনিতে বিমানবার্তা প্রচারের বিরুদ্ধে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ফ্লিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন।[৯] ইতিপূর্বে তিনি স্যাম স্মিথের সঙ্গে প্রণয়সম্পর্কে আবদ্ধ ছিলেন। ২০২০ সালের ৬ মার্চ একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিজেকে এক "সমকামী বালক" ("gay boy") হিসাবে চিহ্নিত করেন।[১০]
ধর্মসূত্রে ফ্লিন একজন ইহুদি।[১১]
বছর | নাম | চরিত্র | বিশেষ জ্ঞাতব্য | সূত্র. |
---|---|---|---|---|
২০১৭ | হোম মুভিজ | — | স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র | |
২০১৮ | বিংগে | জনি | স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র | |
২০১৯ | ১৩ রিজনস হোয়াই: সিজন ৩ প্রোমো | জাস্টিন ফলি | স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র | |
ঘোষিত হবে | লুকস দ্যাট কিল | ঘোষিত হবে | পোস্ট-প্রোডাকশন | [১২] |
চিহ্নিত ছবিগুলি এখনও মুক্তি পায়নি |
বছর | নাম | চরিত্র | বিশেষ জ্ঞাতব্য | সূত্র. |
---|---|---|---|---|
২০১৬ | ব্রেইনডেড | মাইক দি ইন্টার্ন | ১টি পর্ব | |
২০১৭-বর্তমান | ১৩ রিজনস হোয়াই | জাস্টিন ফলি | প্রধান চরিত্র | |
২০১৯ | ট্রু ডিটেকটিভ | রায়ান পিটার্স | ৩টি পর্ব | [৭] |
বছর | নাম | ভূমিকা | শিল্পী(বৃন্দ) | Ref. |
---|---|---|---|---|
২০১৮ | "লকজ" | — | কুক থাগলেস (বিশেষ ভূমিকায় শারলে) |
He went to high school at New World School of the Arts.