ব্লু ডিউক Blue duke | |
---|---|
ডানা বন্ধ অবস্থায় | |
ডানা খোলা অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Nymphalidae |
গণ: | Bassarona |
প্রজাতি: | B. daraxa |
দ্বিপদী নাম | |
Bassarona daraxa (Moore, 1857) | |
প্রতিশব্দ | |
|
ব্লু ডিউক (বৈজ্ঞানিক নাম: Bassarona daraxa (Moore)) 'নিমফ্যালিডি'(Nymphalidae) গোত্র ও 'লিমেনিটিডিনি' (Limenitidinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতি।
ভারতে প্রাপ্ত ব্লু ডিউক এর উপপ্রজাতি হল- [১]
প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
পুরুষ এবং স্ত্রী উভয় নমুনারই ডানার উপরিতল কালচে জলপাই সবুজ। উপরের ডানার কোস্টা থেকে শুরু হয়ে নিচের ডানার উপরিপৃষ্ঠের ১ নং শিরা অবধি বিস্তৃত একটি চওড়া, সাদা ডিসকাল বন্ধনী বিদ্যমান। উক্ত ডিসকাল বন্ধনীটি ধারাবাহিক একসারি বিভিন্ন আকৃতির ছোপ দ্বারা গঠিত। নিচের ডানার উপরিতলে সাদা ডিসকাল বন্ধনীটি বাইরের দিকে উজ্জ্বল সবজে নীল বর্ণের আঁশ দ্বারা সীমায়িত। পুরুষ নমুনায় সাদা ডিসকাল ব্যান্ড অথবা পটিটি বাইরের দিকে কালো কিনারা যুক্ত।