ব্সোদ-নাম্স-র্ত্সে-মো (তিব্বতি: བསོད་ནམས་རྩེ་མོ, ওয়াইলি: bsod nams rtse mo) (১১৪২ - ১১৮২) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের চতুর্থ সা-স্ক্যা-খ্রি-'দ্জিন ছিলেন।[১]
ব্সোদ-নাম্স-র্ত্সে-মো ১১৪২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের তৃতীয় সা-স্ক্যা-খ্রি-'দ্জিন সা-ছেন-কুন-দ্গা'-স্ন্যিং-পো ও তার স্ত্রী মা-গ্চিগ-'ওদ-স্গ্রোনের (ওয়াইলি: ma gcig 'od sgron) পুত্র ছিলেন।[২]
শৈশবে ব্সোদ-নাম্স-র্ত্সে-মোর পিতাই তাকে হেবজ্র, চক্রসম্বর ও মার্গফল সম্বন্ধে শিক্ষাদান করেন। সতেরো বছর বয়সে তিনি গ্সাং-ফু-নে'উ-থোগ (ওয়াইলি: gsang phu ne'u thog) বৌদ্ধবিহারে ফ্যা-পা-ছোস-ক্যি-সেং-গে (ওয়াইলি: phya pa chos kyi seng ge) নামক বিখ্যাত বৌদ্ধ পন্ডিতের নিকটে এগারো বছর ধরে মধ্যমক দর্শন, বোধিচর্যাবতার ও প্রমাণবিনিশ্চয় সম্বন্ধে শিক্ষালাভ করেন।[২]
ব্সোদ-নাম্স-র্ত্সে-মো ছাব্বিশ বছর বয়সে ছোস-লা-'জুগ-পা'ই-স্গো (ওয়াইলি: chos la ‘jug pa'i sgo) নামক বিখ্যাত গ্রন্থ রচনা করেন। এছাড়াও তিনি বোধিচর্যাবতার, সম্পুততন্ত্র ও হেবজ্র তন্ত্র সম্বন্ধে টীকাভাষ্য রচনা করেন। তিনি মাত্র তিন বছর সা-স্ক্যা-খ্রি-'দ্জিন পদে থেকে তার ভাই গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানকে পরবর্তী সা-স্ক্যা-খ্রি-'দ্জিন রূপে নির্বাচন করে অধ্যয়ন ও সাধনা করে বাকি জীবন অতিবাহিত করেন।[২]
|তারিখ=
(সাহায্য)
পূর্বসূরী সা-ছেন-কুন-দ্গা'-স্ন্যিং-পো |
ব্সোদ-নাম্স-র্ত্সে-মো চতুর্থ সা-স্ক্যা-খ্রি-'দ্জিন |
উত্তরসূরী গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান |