ভস্ম বুধবার | |
---|---|
পালনকারী | বহুসংখ্যক পশ্চিমা খ্রিস্টান মণ্ডলী ও ধর্মসম্প্রদায় |
পালন | Holy Mass, Holy Qurbana, Service of worship, Divine Service Fasting and abstinence মাথায় ভস্ম স্থাপন |
তারিখ | পুনরুত্থান পার্বণের ৪৬ দিন পূর্বে |
সংঘটন | বার্ষিক |
সম্পর্কিত | প্রায়শ্চিত্ত মঙ্গলবার/মার্দি গ্রা Shrovetide/Carnival Lent Easter Eastertide |
ভস্ম বুধবার বহুসংখ্যক পশ্চিমা খ্রিস্টান ধর্মসম্প্রদায়ের জন্য প্রার্থনা ও উপবাসের একটি পবিত্র দিন। এর ঠিক আগের দিনটি হল প্রায়শ্চিত্ত মঙ্গলবার। এটি উপবাসপর্ব বা লেন্টের প্রথম দিন; এর পর আরও ছয় সপ্তাহ ধরে পুনরুত্থান পার্বণ (পুণ্য রবিবার) পর্যন্ত প্রায়শ্চিত্ত চলে।[১]
ক্যাথলিক (বিশ্বজনীন), লুথারীয়, মোরাভীয়, ইঙ্গ, পদ্ধতিবাদী, নাজারেনীয়সহ সংস্কারকৃত ঐতিহ্যের কিছু মণ্ডলী যেমন কিছু সমবেতবাদী, মহাদেশীয় সংস্কারকৃত ও জ্যেষ্ঠ শাসনবাদী (প্রেসবিটেরীয়) মণ্ডলী এটি পালন করে থাকে।[২]
<ref>
ট্যাগ বৈধ নয়; 2018RCA
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি