সংগঠক | রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন |
---|---|
দেশ | ভারত |
কনফেডারেশন | এএফসি |
লিগের স্তর | ৫–১০ (পুরুষ) ৩ (মহিলা) |
উন্নীত | আই-লিগ ৩ (পুরুষ) আইডব্লিউএল ২য় ডিভিশন (মহিলা) |
অবনমিত | বিভিন্ন |
ওয়েবসাইট | www |
২০২২–২৩ |
ভারতীয় রাজ্য ফুটবল লিগসমূহ হল ভারতীয় ফুটবল লিগ পদ্ধতিতে পঞ্চম থেকে নিম্নতম স্তর এবং রাজ্য অ্যাসোসিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত ফুটবল লিগসমূহ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর সদস্য ৩৬টি রাজ্য অ্যাসোসিয়েশনের সাহায্যে এগুলি চালিত হয়।[১]
বিভিন্ন রাজ্য অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মতো আন্তঃলিগ উত্তরণ ও অবনমন নিয়ন্ত্রণ করে থাকে। সর্বোচ্চ লিগ থেকে জাতীয় ফুটবলের চতুর্থ স্তর আই-লিগ ৩-তে উত্তীর্ণ হওয়া যায়। পূর্বে সরাসরি আই-লিগ ২-তে উত্তীর্ণ হওয়া যেত। সর্বোচ্চ ডিভিশন ইন্ডিয়ান সুপার লিগ ও আই-লিগ ক্লাবগুলিও তাদের নিজেদের রাজ্যের লিগে অংশ নিতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের রিজার্ভ দল বা যুব দল মাঠে নামায়।[২][৩] মহিলাদের ক্ষেত্রেও ফেডারেশন একই পদ্ধতি অবলম্বন করে।
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | সর্বোচ্চ লিগ | |
---|---|---|
পুরুষ | মহিলা | |
ইন্দ্রজিৎ নামছুম অরুণাচল লিগ | অরুণাচল মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ | |
অসম রাজ্য প্রিমিয়ার লিগ | – | |
মণিপুর রাজ্য লিগ | মণিপুর মহিলা লিগ | |
শিলং প্রিমিয়ার লিগ / মেঘালয় রাজ্য লিগ | এসএসএ মহিলা ফুটবল লিগ | |
মিজোরাম প্রিমিয়ার লিগ | মিজোরাম মহিলা লিগ | |
নাগাল্যান্ড প্রিমিয়ার লিগ | – | |
চন্দ্র মেমোরিয়াল লিগ | – |
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | সর্বোচ্চ লিগ | |
---|---|---|
পুরুষ | মহিলা | |
বিহার সকার লিগ | বিহার রাজ্য মহিলা লিগ | |
ছত্তিশগড় রাজ্য পুরুষ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ | ছত্তিশগড় রাজ্য মহিলা ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ | |
জেএসএ লিগ[৪] | – | |
এফএও লিগ | ওড়িশা মহিলা লিগ | |
সিকিম প্রিমিয়ার ডিভিশন লিগ | – | |
কলকাতা ফুটবল লিগ | কলকাতা মহিলা ফুটবল লিগ |
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | সর্বোচ্চ লিগ | |
---|---|---|
পুরুষ | মহিলা | |
দাদরা ও নগর হাভেলি সিনিয়র ডিভিশন লিগ দমন ও দিউ সিনিয়র ডিভিশন লিগ |
– | |
গোয়া ফুটবল লিগ | গোয়া মহিলা লিগ | |
গুজরাট এসএফএ ক্লাব চ্যাম্পিয়নশিপ | গুজরাট রাজ্য মহিলা লিগ | |
মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ | মধ্যপ্রদেশ মহিলা প্রিমিয়ার লিগ | |
মুম্বই ফুটবল লিগ | ডব্লিউআইএফএ মহিলা ফুটবল লিগ | |
আর-লিগ এ ডিভিশন | – |
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | সর্বোচ্চ লিগ | |
---|---|---|
পুরুষ | মহিলা | |
– | – | |
দিল্লি প্রিমিয়ার লিগ | এফডি মহিলা প্রিমিয়ার লিগ | |
– | – | |
হিমাচল ফুটবল লিগ | হিমাচল মহিলা লিগ | |
জম্মু ও কাশ্মীর প্রিমিয়ার ফুটবল লিগ | – | |
পাঞ্জাব রাজ্য সুপার ফুটবল লিগ | পাঞ্জাব মহিলা লিগ | |
উত্তরাখণ্ড সুপার লিগ | – | |
লখনউ সুপার ডিভিশন | – |
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | সর্বোচ্চ লিগ | |
---|---|---|
পুরুষ | মহিলা | |
– | – | |
– | – | |
ব্যাঙ্গালোর সুপার ডিভিশন | কর্ণাটক মহিলা লিগ | |
কেরালা প্রিমিয়ার লিগ / কেরালা সুপার লিগ | কেরালা মহিলা লিগ | |
কাভারাত্তি লিগ[৫] | – | |
পুদুচেরি পুরুষ লিগ চ্যাম্পিয়নশিপ | পুদুচেরি মহিলা লিগ | |
চেন্নাই ফুটবল লিগ | তামিলনাড়ু মহিলা লিগ | |
হায়দ্রাবাদ ফুটবল লিগ / এ ডিভিশন রহিম লিগ | – |