ভারবি

কিরাতার্জ্জুনীয় মহাকাব্য অনুসারে, ভগবান শিব অর্জুনকে অস্ত্রদান করছেন।

ভারবি হলেন খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর একজন বিখ্যাত সংস্কৃত কবি। তিনি কিরাতার্জ্জুনীয় নামক মহাকাব্য রচনার জন্য বিখ্যাত[][]। আঠারোটি সর্গে বিভক্ত এই কাব্য মহাভারতের একটি পর্বাধ্যায় অবলম্বনে রচিত[]। সম্ভবত ভারবি দক্ষিণ ভারতের কবি ছিলেন। মনে করা হয়, তার রচনাকাল পশ্চিম গঙ্গ রাজবংশের রাজা দুর্বিনীতপল্লব রাজবংশের রাজা সিংহবিষ্ণুর শাসনকালের সমসাময়িক ছিল।

তার রচনার বৈশিষ্ট্য ছিল জটিল আঙ্গিক ও লঘু অভিপ্রকাশ। সম্ভবত অষ্টম শতকের কবি মাঘ তার রচনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. কীরাতার্জ্জুন 
  2. কিরাতার্জ্জুনীয়ম্ 
  3. মহাভারত