ভার্জিনিয়া ম্যাডসেন | |
---|---|
Virginia Madsen | |
জন্ম | ভার্জিনিয়া জি. ম্যাডসেন ১১ সেপ্টেম্বর ১৯৬১ |
পেশা | অভিনেত্রী, প্রযোজক |
কর্মজীবন | ১৯৮৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ড্যানি হিউস্টন (বি. ১৯৮৯; বিচ্ছেদ. ১৯৯২) |
ভার্জিনিয়া জি. ম্যাডসেন (ইংরেজি: Virginia G. Madsen; জন্ম: ১১ সেপ্টেম্বর ১৯৬১) হলেন একজন মার্কিন অভিনেত্রী ও প্রযোজক। ক্লাস (১৯৮৩) দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়, যা তার নিজ শহর শিকাগোতে চিত্রায়িত হয়।[১] তিনি পরে লস অ্যাঞ্জেলেসে চলে যান এবং ১৯৮৪ সালে ডেভিড লিঞ্চের বিজ্ঞান কল্পকাহিনীমূলক চলচ্চিত্র ডান-এ প্রিন্সেস ইরুলান চরিত্রে অভিনয় করেন। তিনি কয়েকটি কিশোর চলচ্চিত্র - ইলেকট্রিক ড্রিমস (১৯৮৪), মডার্ন গার্লস (১৯৮৬) ও ফায়ার উইথ ফায়ার (১৯৮৬)-এ অভিনয় করেন।
তিনি ভীতিপ্রদ চলচ্চিত্র ক্যান্ডিম্যান (১৯৯২)-এ হেলেন লাইল এবং আলেকজান্ডার পেইনের সাইডওয়েস (২০০৪)-এ মায়া চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। সাইডওয়েস ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কার অর্জন করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল লং গন (১৯৮৭), গথাম (১৯৮৮), দ্য হট স্পট (১৯৯০), ঘোস্টস অব মিসিসিপি (১৯৯৬), দ্য রেইনমেকার (১৯৯৭), আ প্রেইরি হোম কম্প্যানিয়ন (২০০৬), দি অস্ট্রোনাট ফারমার (২০০৭), দ্য হন্টিং ইন কানেটিকাট (২০০৯), রেড রাইডিং হুড (২০১১) এবং অল দ্য ওয়াইল্ডারনেস (২০১৪)।